অঙ্কুশের পর এ বার মিমি! টলি নায়িকার সঙ্গে নাম জড়াল আর কোন বলি তারকার?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: কিছু দিন আগেই ফাঁপরে পড়েছিলেন অঙ্কুশ হাজরা। এ বার সেই তালিকায় মিমি চক্রবর্তী। খবর, বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে সমন পেয়েছেন অভিনেত্রী।
পুজোতেই মুক্তি পাচ্ছে এই দুই তারকারই ছবি ‘রক্তবীজ ২’। তার আগে ছবির প্রচার নিয়ে ব্যস্ত তাঁরা। এর মাঝেই আইনি জট! জানা গিয়েছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নির্দেশ অনুযায়ী, সোমবার মিমিকে হাজিরা দিতে হবে সংস্থার দিল্লির অফিসে।
তবে শুধু মিমি একা নন, তাঁর সঙ্গে নাম জড়িয়েছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী উর্বশী রাউতেলারও। সোমবার মিমির পর, মঙ্গল হাজিরার জন্য ডাকা হয়েছে তাঁকে।
মাসখানেক আগেই ২৯ জনের বিরুদ্ধে এই একই কারণে মামলা দায়ের করা হয়েছে। তালিকায় রয়েছেন বহু নেটপ্রভাবী-সহ একাধিক বলিউড এবং দক্ষিণের অভিনেতাও। সেই তালিকায় কি এ বার নাম যুক্ত হল অঙ্কুশ এবং মিমির নাম। এর আগে এই সংক্রান্ত ঘটনায় কোনও বাঙালি অভিনেতার নাম প্রকাশ্যে আসেনি।