আজ রাত ১২টা পর্যন্তই ভোটার তালিকায় নাম দেখার সুযোগ থাকছে অনলাইনে, জেনে নিন

এসআইআর-এর দ্বিতীয় দফায় কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর মাধ্যমে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া শুরু হতে চলেছে বাংলায়। যে ১২টি রাজ্যের নাম রয়েছে, তার মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ। ২০২৬ সালে এ’রাজ্যে বিধানসভা নির্বাচন। সোমবার রাত ১২টা থেকে ফ্রিজ করা হবে ভোটার তালিকা। যার কাজ শুরু হয়ে যাবে মঙ্গলবার থেকে। ভোটারদের খসড়া তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।
২০০২ সালের ভোটার তালিকায় (শেষবার রাজ্যে ২০০২ সালেই হয়েছিল এসআইআর) নাম থাকলে ২০২৫ সালের এসআইআর পরবর্তী ভোটার তালিকাতেও সেই ভোটারের নাম থাকে বলে জানা গিয়েছে। একঝলক দেখে নিন, কারা ভোট দিতে পারবেন।
কারা ভোট দিতে পারবেন-
১) ভারতীয় নাগরিক হতে হবে
২) ১৮ বছর বা তার বেশি বয়স হতে হবে
৩) সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় থাকতে হবে
৪) কোনও আইনে ভোট দেওয়ার অধিকার বাতিল হলে চলবে না
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়ে দিয়েছেন, বিহারের মতোই ১১টি নথি থাকছে এই ১২ রাজ্যে এসআইআর-এর ক্ষেত্রে। এই ১১টি নথির একটি দেখালেই হবে। সঙ্গে যুক্ত হচ্ছে আধার কার্ড।
একনজরে দেখে নিন ১১ নথি কী কী-
১) কেন্দ্র অথবা রাজ্য সরকারের কর্মী অথবা পেনশনের পরিচয়পত্র।
২) ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে ব্যাঙ্ক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনও নথি।
৩) জন্ম শংসাপত্র।
৪) পাসপোর্ট।
৫) মাধ্যমিক বা তার অধিক কোনও শিক্ষাগত শংসাপত্র।
৬) রাজ্য সরকারের দেওয়া বাসস্থানের শংসাপত্র।
৭) ফরেস্ট রাইট সার্টিফিকেট।
৮) জাতিগত শংসাপত্র।
৯) কোনও নাগরিকের ন্যাশনাল রেজিস্ট্রার।
১০) স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্ট্রার।
১১) সরকারের দেওয়া জমির নথি, বাড়ির নথি। অর্থাৎ দলিল, পরচা
(আধার কার্ড দেখানো যাবে। তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না।)
এসআইরের সময়ে প্রথমে আবেদন পত্র (এনিউমেরাশন ফর্ম) প্রিন্ট করা হবে। যে রাজ্যে এসআইআর হবে, সেখানকার ভোটদাতাদের সূচি আজ সোমবার রাত ১২টায় ‘ফ্রিজ’ করে দেওয়া হবে। সেই সূচিতে যাঁদের নাম রয়েছে, তাঁদের এনুমারেশন ফর্ম দেওয়া হবে। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এনুমেরেশন ফর্ম ছাপা হবে। বাড়ি বাড়ি গিয়ে এনুমেরেশন ফর্ম দেওয়া হবে ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর। রাজ্যের বাইরে গেলে অনলাইনেও ফর্ম ভরার সুবিধা থাকছে।
যে কথা জানা জরুরী-
২০০২ বা ২০০৩ সালের এআইআর-এর তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের আলাদা করে কোনও নথি দেখাতে হবে না। এমনকী ২০০২, ২০০৩ সালের তালিকায় যাঁদের বাবা, মায়ের নাম রয়েছে, তাঁদেরও অতিরিক্ত নথি দেখাতে হবে না।
কোথায় দেখা যাবে পুরোনো তালিকা?
২০০২ সালের ভোটার তালিকা এখনই পাওয়া যাচ্ছে সিইও পশ্চিমবঙ্গের ওয়েবসাইটে। ভোটগ্রহণ কেন্দ্র ও বিধানসভা এলাকা অনুযায়ী নাম যাচাই করা যাবে। রাজনৈতিক দলগুলির বুথ এজেন্টরাও সাহায্য করতে পারবেন। www.ceowestbengal.nic.in সাইটে ভোটার লিস্টে নির্দেশ মতো গেলে সহজেই জানা যেতে পারে ২০০২ এর তালিকায় আপনার নাম রয়েছে কিনা। তবে তা দেখার সুযোগ থাকবে আজ রাত ১২টা পর্যন্ত।
