মাথা কামিয়ে হাজির পরম! নতুন লুকে কৌশানী, প্রকাশ্যে সৃজিতের ‘কিলবিল সোসাইটি’র ঝলক

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ‘মরবে মরো ছড়িয়ো না’। ১৩ বছর আগে মুক্তিপ্রাপ্ত ‘হেমলক সোসাইটি’র বার্তা ছিল এমনই। তবে এ বার নতুন বার্তা নিয়ে আসছে ‘কিলবিল সোসাইটি’। ‘মরতে চাইলে বাঁচতে হবে!’ বদলেছে ছবির বার্তা। বদলেছে ‘আনন্দ কর’-এর অবস্থান। এমনকি লুকও। ন্যাড়া মাথা, শান্ত চেহারা এবং সরু ফ্রেমের চশমায় পরমব্রত চট্টোপাধ্যায়কে যেন চেনা দায়। বৃহস্পতিবার, প্রকাশ্যে এল সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবির প্রথম ঝলক। নতুন অবতারে ধরা দিলেন কলাকুশলীরা।

পরমব্রতর নতুন লুক যে নতুন চমকেরই ইঙ্গিত দিচ্ছে, তা আর বুঝতে বাকি থাকেনি অনুরাগীদের। লুক প্রকাশ্যে আনার সঙ্গে নির্মাতাদের বার্তা, এবার আর আনন্দ কর কাউকে বাঁচাবে না। অন্যদিকে ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কৌশানী মুখোপাধ্যায়। এই প্রথম সৃজিতের সঙ্গে জুটি বেঁধে পূর্ণার চরিত্রে অভিনয় করবেন তিনি। একসময়ে লাগামছাড়া, সাহসী পূর্ণার দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া। সেখান থেকে জীবনের মোড় ঘোরা। পূর্ণা কি ঘুরে দাঁড়াতে পারবে?

গুরুত্বপূর্ণ চরিত্রে বিশ্বনাথ বসু, সন্দীপ্তা সেন এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়

ছবিতে পরমব্রত, কৌশানী ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিশ্বনাথ বসু, সন্দীপ্তা সেন এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়। আগামী ১৫ মার্চ প্রকাশ্যে আসবে ‘কিলবিল সোসাইটি’র টিজার। শুভমুক্তি চলতি বছর বাংলা নববর্ষে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *