কবে থেকে খেলবেন বুমরাহ, হার্দিক কি শুরু থেকেই! রইল আপডেট

0

স্পোর্টস ডেস্ক: আর মাত্র কয়েকদিন পরই শুরু হয়ে যাবে আইপিএল। ২২ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স। একই ভেন্যুতেই ২৫ মে আইপিএলের ফাইনালও। কিন্তু তার আগেই বেশ কয়েকজন ক্রিকেটারের চোট চিন্তায় ফেলেছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। যারমধ্যে প্রথম নামটাই জসপ্রীত বুমরাহর। চোটের কারণে সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেননি। একইভাবে পিঠের চোটের কারণে তাকে আইপিএলের শুরুর দিকে বেশ কয়েক ম্যাচে পাবে না মুম্বই ইন্ডিয়ান্সও।

সূত্রের খবর, আইপিএলের অন্তত প্রথম দুই সপ্তাহ মাঠের বাইরে থাকবেন বুমরাহ। বুমরাহ’র মতোই চ্যাম্পিয়ন্স ট্রফি মিস করেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শও। তারও পিঠে চোট। গত জানুয়ারিতেই তিনি মাঠের বাইরে ছিটকে যান। এরপর তার চোটের আপডেটও নেই। ফলে, আইপিএলে কবে ফিরতে পারেন তা জানা যায়নি। আইপিএল ফ্র্যাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্টসের তাই অপেক্ষা করা ছাড়া উপায় নেই। অস্ট্রেলিয়ার তারকা জশ হ্যাজেলউডও চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি মিস করেছেন। অসি তারকার আইপিএলের শুরু থেকে খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। ফলে, অপেক্ষা করতেই হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে।

গত বছর লখনৌ’র হয়ে খেলতে নেমে গতিতে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিলেন মায়াঙ্ক যাদব। মায়াঙ্ককে আসন্ন আইপিএলেও ১১ কোটি টাকায় রেখে দেয় লখনৌ। আইপিএলের প্রথম ভাগে খেলতে পারবেন না ভারতীয় ক্রিকেটের এই গতি তারকা। স্ট্রেসজনিত চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে করছেন মায়াঙ্ক। সবে বোলিং শুরু করেছেন বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে। এদের সঙ্গেই রয়েছেন সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হার্দিক পান্ডিয়া। তার অবশ্য কোনও চোট সমস্যা নেই। মুম্বইকে গত আইপিএলে নেতৃত্ব দেওয়া এই তারকা নিজেদের শেষ ম্যাচে স্লো ওভার রেটের কারণে শাস্তি পেয়েছিলেন। যে কারণে নতুন আসরের শুরুর ম্যাচেই তাঁকে নির্বাসনে থাকতে হচ্ছে। চোটের অস্বস্তিতে আছেন আরও বেশ কয়েকজন ক্রিকেটার। তাদের মধ্যে অন্যতম ইংল্যান্ডের তরুণ ব্যাটার জ্যাকব বেথেল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *