আশঙ্কা উড়িয়ে স্লোভাকিয়াকে হারিয়েই টিকিট পেল জার্মানি, বিশ্বকাপে ডাচরাও
‘শেষ ভালো যার, সব ভালো তার’। স্লোভকিয়ার বিপক্ষেই সেপ্টেম্বরে হেরে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করে জার্মানি। এরপর বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছিল। কিন্তু দলটার নাম যে জার্মানি! সেই স্লোভাকিয়াকে ৬-০ গোলে হারিয়ে জার্মানি নিশ্চিত করল ২০২৬ বিশ্বকাপের টিকিট। ফুটবলের বৃহত্তম আসরে এটা জার্মানির ২৩টির মধ্যে ২১তম বার অংশগ্রহণ। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে অংশ নেয়নি তারা, আর ১৯৫০ সালে নির্বাসিত থাকার কারণে খেলতে পারেনি। ব্যস, স্রেফ দু’বার। গ্রুপ ‘এ’ তে চূড়ায় থাকায় জার্মানির পয়েন্ট ৬ ম্যাচে ১৫। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে স্লোভাকিয়া। এই গ্রুপ থেকে রানার্সআপ হিসেবে প্লে-অফে খেলবে স্লোভাকিয়া।
বিশ্বকাপ নিশ্চিত করেছে জার্মানির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী নেদারল্যান্ডসও। ডাচদের বিশ্বকাপে খেলা অবশ্য প্রায় নিশ্চিত হয়েই ছিল। লিথুনিয়ার মাঠে ম্যাচটা ছিল শুধুই আনুষ্ঠানিক। সেই ম্যাচে ৪-০ গোলে জিতে ১২তমবারের মতো বিশ্বকাপে খেলার টিকিট পেল তিনবারের রানার্সআপরা। পোল্যান্ডকে পেছনে ফেলেই ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ডাচরা নিশ্চিত করেছে শীর্ষস্থান। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে প্লে-অফ নিশ্চিত করে রবার্ট লেভানদোভস্কির পোল্যান্ড। তারা মাল্টার সঙ্গে জয় তুলে নেয় ৩-২ গোলে। বাছাইপর্ব থেকে ৩৪তম দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করে নেদারল্যান্ডস, ৩৩তম দল জার্মানি। সেই সঙ্গে শেষ হয়েছে চলতি বছরের বিশ্বকাপ বাছাইপর্ব। ৪৮ দলের মূলপর্বে বাকি থাকলো আর ১৪ দল।
এরমধ্যে বিশ্বকাপের টিকিট হাতে পেয়েছে যে ৩৪ দল:
আয়োজক: কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র
দক্ষিণ আমেরিকা: আর্জেন্টিনা, ব্রাজিল, ইকুয়েডর, উরুগুয়ে, প্যারাগুয়ে, কলম্বিয়া
ইউরোপ: ইংল্যান্ড, ফ্রান্স, ক্রোয়েশিয়া, পর্তুগাল, নরওয়ে, জার্মানি, নেদারল্যান্ডস
আফ্রিকা: মরক্কো, তিউনিসিয়া, মিশর, আলজেরিয়া, ঘানা, কেপ ভার্দে, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, আইভরি কোস্ট
এশিয়া: জাপান, ইরান, উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়া, জর্ডান, অস্ট্রেলিয়া, কাতার, সৌদি আরব
ওশেনিয়া: নিউজিল্যান্ড
