আবার চোট! কেঁদে ফেললেন দিমিত্রভ, সিনার বললেন, ‘এটা জয় বলে মনে করি না’

0

স্পোর্টস ডেস্ক: খেলা সত্যি অনিশ্চয়তার। যত সময় এগোচ্ছিল ইয়ানিক সিনারের ম্যাচ হাতছাড়াই হচ্ছিল। শেষপর্যন্ত বেঁচে গেলেন। গ্রিগর দিমিত্রভের জন্য যে আবার দুর্ভাগ্য। ৯ নম্বর বাছাই গ্রিগর দিমিত্রভের বিরুদ্ধে সিনার প্রথম দু’টি সেটে ৩-৬, ৫-৭ গেমে হেরে গিয়েছিলেন। তৃতীয় সেটে ২-২ এ থাকতে ডান পাশে বুকের ওপরে মাংসপেশিতে চোট পেয়ে কোর্টেই পড়ে যান দিমিত্রভ।

সিনার ছুটে যান তাঁর কাছে। শেষ পর্যন্ত আর খেলা চালিয়ে যেতে পারেননি বুলগেরিয়ার তারকা টেনিস খেলোয়াড় দিমিত্রভ। চোখের জলে ভিজে সেন্টার কোর্ট ছাড়তে হয় তাঁকে। ওয়াকওভার পেয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন তিনটি মেজরের মালিক ৷সিনার কোয়ার্টার ফাইনালে উঠলেও এই ম্যাচ জিতেছেন বলে তিনি মনে করেন না। দিমিত্রভকে কোর্ট ছাড়তে সাহায্য করার পর আবারও ফিরে আসেন সিনার। কোর্টে দাঁড়িয়ে বলেন, ‘এটাকে আমি জয় বলে মনে করি না। আমাদের সবার জন্যই এটা দুর্ভাগ্যজনক এক মুহূর্ত।’ চিকিৎসা চলে দিমিত্রভের। তবে কোর্টে আর ফেরার পরিস্থিতি তৈরি হয়নি। চোটপ্রবণ দিমিত্রভ এই নিয়ে শেষ পাঁচটি গ্র্যান্ডস্লামেই রিটায়ার করতে বা চোট পেয়ে ছিটকে যেতে বাধ্য হলেন। গতবছরও উইম্বলডনের চতুর্থ রাউন্ডে দানিল মেদভেদেভের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন পড়ে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন ৷

এরপর চোটের কারণে যুক্তরাষ্ট্র ওপেনের কোয়ার্টার ফাইনালের মাঝপথেও ম্যাচ ছেড়েছিলেন দিমিত্রভ ৷ একই ঘটনা ঘটেছে চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন এবং ফরাসি ওপেনেও ৷ম্যাচ হারের মুখ থেকে বেঁচে যাওয়া ইয়ানিক সিনার এরপর নিজেই স্বীকার করে নেন, ‘সত্যি কথা বলতে কি, আমি জানি না কি বলব। ও অসাধারণ একজন খেলোয়াড়। শেষ কয়েক বছর ধরে ও খুবই দুর্ভাগ্যে ভুগছে। আমার খুব ভালো বন্ধু। আমরা একে অপরকে কোর্টের বাইরেও খুব ভালো বুঝি। ওকে এইভাবে দেখে মন থেকেই আমার খুব কষ্ট লাগছে। ওর কাছে যদি সুযোগ থাকত, তাহলে হয়ত ও পরের রাউন্ডে খেলতে পারত, ও সেটার যোগ্য ছিল ’।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *