কটাক্ষের মুখে বিরাট, ফেডেরারকে দেখে জকোভিচের স্বীকারোক্তি, শাপমোচন হল!
স্পোর্টস ডেস্ক: আবারও উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠলেন নোভাক জকোভিচ। গ্যালারিতে বসে এই ম্যাচ উপভোগ করলেন রেকর্ড আটবারের উইম্বলডনজয়ী রজার ফেডেরার। গিয়েছিলেন সস্ত্রীক প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলিও। অস্ট্রেলিয়ার তরুণ তারকা অ্যালেক্স ডি’ মিনাউর বিরুদ্ধে তিন ঘণ্টা ১৯ মিনিটের রুদ্ধশ্বাস লড়াইয়ে জিতলেন সার্বিয়ান মহাতারকা।তাঁর পক্ষে ম্যাচের ফল ১-৬, ৬-৪, ৬-৪, ৬-৪।

ম্যাচ শেষে জকোভিচ ফেডেরারের উদ্দেশ্য বললেন, ‘সম্ভবত এটাই প্রথমবার, যখন তিনি গ্যালারিতে বসে আমার খেলা দেখলেন আর আমি জিতলাম। এর আগে কয়েকবার ওর সামনে হেরেছিলাম, অবশেষে শাপমোচন হল আমার’। ফেডেরারকে ঘিরে স্মৃতিচারণাও করলেন সার্ব তারকা, ‘তিনি বড় এক চ্যাম্পিয়ন, যাকে আমি সব সময় শ্রদ্ধা করেছি, প্রশংসা করেছি। আমরা অনেক বছর একসঙ্গে কোর্ট শেয়ার করেছি। তাঁকে আবার এখানে দেখে দারুণ লাগছে।’

লন্ডনে অবশ্য বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাকে গ্যালারিতে দেখে বেশ হইচই পড়ে যায় সমাজমাধ্যমে। খেলা না থাকলে এখন বেশিরভাগ সময় বিরুষ্কা লন্ডনেই সময় কাটান। সেখানেই বন্ধু জোকোভিচের খেলা দেখতে গিয়েছিলেন বিরাট। গ্যালারিতে অবশ্য বিরাটকে দেখেই নেটিজেনদের কটাক্ষের মুখে অবশ্য পড়তে হয়। নেটিজেনদের একাংশের প্রশ্ন মাত্র ৩৬ বছর বয়সে অবসর নিয়ে ৩৮ বছর বয়সী তারকার খেলা দেখছেন! এই দৃশ্যটা দেখা অত্যন্ত যন্ত্রণার! পরে ম্যাচের একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন বিরাট। হাড্ডাহাড্ডি লড়াই করে ম্যাচ জেতা জকোভিচের উচ্ছ্বসিত প্রশংসা করে তিনি লেখেন, ‘অনবদ্য ম্যাচ। তবে যোদ্ধারা তো এভাবেই খেলে থাকে।’
নিজের স্টোরিতে কোহলির স্টোরি শেয়ার করে সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ী টেনিস মহাতারকা লেখেন, ‘আমায় সমর্থন করার জন্য অনেক ধন্যবাদ।’ বার্মিংহাম টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের পরে সেন্টার কোর্টে খেলা দেখতে গিয়েছিলেন ঋষভ পন্থও। গিয়েছিলেন ইংল্যান্ডের ক্রিকেটার জো রুট, প্রাক্তন ক্রিকেটার জিমি অ্যান্ডারসন, ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারাও। মার্টিনা নাভ্রাতিলোভা এবং রজার ফেডেরারের পর নোভাক জকোভিত টেনিসবিশ্বের তৃতীয় খেলোয়াড় যিনি উইম্বলডনে ১০০টি জয় পেয়েছেন। তাঁর টার্গেট এখন ২৫তম গ্র্যান্ডস্লাম জয়, যা জিততে পারলেই তিনি নারী পুরুষ নির্বিশেষে সব থেকে বেশি গ্র্যান্ডস্লাম জয়ের নজির গড়বেন। আপাতত মহিলাদের মধ্যেও সর্বোচ্চ গ্র্যান্ড স্লামজয়ী মার্গারেট কোর্টের ঝুলিতে রয়েছে ২৪টি গ্র্যান্ডস্লাম।
