২ মিনিটেই জোড়া গোলের ম্যাজিক হালান্ডের, ২৮ বছর পর বিশ্বকাপে নরওয়ে, প্লে অফে গিয়ে আশঙ্কায় ইতালি
আর্লিং হালান্ডের জোড়া গোলের ম্যাজিক। তাতেই ২৮ বছরের অপেক্ষার অবসান নরওয়ের। ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা নিশ্চিত করল নরওয়ে।দায়িত্ব নিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার পরই আনন্দে ভাসছেন ম্যান সিটির তারকা। অন্যদিকে একইসঙ্গে অনিশ্চয়তার ধুকপুকানিতে চলে গেল ইতালি।কারণ, ‘আই’ গ্রুপে ইতালিকে ৪-১ গোলে হারিয়েছে নরওয়ে। এই নিয়ে টানা তৃতীয়বার প্লে অফে আজ্জুরিরা।আগের দুই আসরেও প্লে অফ হেরেছিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
সান সিরোতে ৯ গোলের ব্যবধানে নরওয়েকে হারাতে পারলে সরাসরি বিশ্বকাপের টিকিট কাটতো ইতালি। ফলে, কঠিন অঙ্ক। তার সমাধান তো করতেই পারেনি, উল্টে হেরে বসেছে। ত্যাবর্তনের গল্প লিখে জয় নিয়ে ফিরেছে নরওয়ে। জোড়া গোল করেন হালান্ড। যদিও ঘরের মাঠে শুরুতে এগিয়ে গিয়েছিল ইতালিই। ১১ মিনিটেই দলকে এগিয়ে নেন ২০ বছর বয়সী ফ্রান্সেসকো পিও এসপোজিতো। কিন্তু কে জানত, শুরুটা একরকম লেখা থাকলেও, হালান্ড কাহিনি বদলেই দেবেন! ৬৩ মিনিটে নরওয়েকে সমতায় ফেরার তরুণ উইঙ্গার আন্তোনিও নুসা। এরপর ৭৮ মিনিটে ভলি শটে প্রথমবার জাল কাঁপান হালান্ড।আর নিজের দ্বিতীয় গোল আসে তার ১ মিনিটের মধ্যেই। অতিরিক্ত সময়ে চতুর্থ গোল করেন জর্গেন স্ট্র্যান্ড। আর তাতেই ৪-১ ব্যবধানে জিতে বিশ্বকাপে জায়গা নিশ্চিতের আনন্দে মাতে নরওয়ে। অবসান ঘটে দীর্ঘ অপেক্ষার। টানা ১১টি আন্তর্জাতিক ম্যাচে গোল করার কীর্তি গড়ে হালান্ড বলেন, ‘নরওয়েকে বিশ্বকাপে নিয়ে আসা আমার জন্য দায়িত্ব ছিল। আমি কয়েক বছর ধরেই এটা বলে আসছি। ২০১৯ সালে জাতীয় দলে আসার পর থেকেই আমি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার জন্য চেষ্টা করে আসছি। আমি জানি না এটাকে ইতিহাস বলা যাবে কিনা। আপনি চাইলে এটাকে যেকোনো কিছু বলতে পারেন।’
অন্যদিকে ২০১৪ সালের পর আর বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিতে পারেনি ইতালি। গ্রুপে ইজরায়েল, এস্তোনিয়া ও মলদোভাকে হারালেও প্রথম ও শেষ রাউন্ডে নরওয়ের কাছে হার কাল হয়ে দাঁড়াল ইতালির জন্য। প্লে অফে তৃতীয়বার বাধা টপকাতে পারে কিনা, তাই এখন দেখার।
