‘কাপুরুষোচিত হামলা’, ‘আল্লাহ রক্ষা করুন’, ‘অপারেশন সিঁদুর’-এর বিরুদ্ধে সরব হানিয়া, ফওয়াদরা
এন্টারটেইনমেন্ট ডেস্ক: ২২ এপ্রিলের বদলা নিল ভারত। যার নাম ‘অপারেশন সিঁদুর’। এ বার তারই বিরোধিতা করলেন পাক তারকারা। এর আগে মর্মান্তিক পহেলগাঁও কাণ্ডের প্রতিবাদ করেছিলেন হানিয়া আমির, মাহিরা খান। এই ঘটনার দায় স্বীকার করেছিল জঙ্গি সংগঠন লশকর-এ-ত্যায়বা। তারপর থেকেই প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করেছে ভারত সরকার। এই দেশে নিষিদ্ধ হয়েছেন পাক তারকারাও। এ বার কাশ্মীরে নিরীহ হিন্দু পর্যটকদের হত্যা করার ১৫ দিনের মাথায় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। এই ঘটনার পরেই অন্য সুর পাক তারকাদের কণ্ঠে। তীব্র প্রতিবাদ জানিয়ে ক্ষোভ উগরে দিলেন তারকারা।

হানিয়া তাঁর সমাজমাধ্যমে লিখেছেন, “আমার কাছে বলার মতো ভাল শব্দ এখন নেই। আমার রাগ হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। মন ভার হয়ে রয়েছে। এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবার ভেঙে পড়েছে। সেটা কিসের জন্য? এই ভাবে মোটেও সুরক্ষা দিতে হয় না। এটা নিষ্ঠুরতা। নিরীহ মানুষের উপর বোমা ছুড়ে সেটাকে কৌশল বলছেন! এটাকে শক্তি বলে না। এটা লজ্জাজনক। এটা কাপুরুষোচিত। আমরা আপনাদের দেখছি।

‘অপারেশন সিঁদুর’কে ‘লজ্জাজনক হামলা’ বলে বিরোধিতা ফওয়াদ খানের। তিনি লিখেছেন, ‘এই লজ্জাজনক হামলায় যাঁরা মারা গিয়েছেন বা আহত হয়েছেন, তাঁদের পরিবারের জন্য প্রার্থনা করছি। নিরপরাধের মৃত্যু দিয়ে আগুন জ্বালানো বন্ধ হোক। পাকিস্তান জিন্দাবাদ!’

মাহিরাও পহেলগাঁও-এর নিন্দা করেছিলেন। ‘অপারেশন সিঁদুর’ নিয়ে তিনি লেখেন, ‘কাপুরুষোচিত হামলা। আল্লাহ যেন আমাদের দেশকে রক্ষা করে। মানুষের যেন সুবুদ্ধি বজায় থাকে।’