টি২০ সিরিজে হার্দিক ফিরতেই বাদ রিঙ্কু, শর্তসাপেক্ষে সহ অধিনায়ক শুভমন, জায়গা হল না পন্থের
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টি২০ দলে শর্তসাপেক্ষে থাকলেন শুভমন গিল। তিনিই দলের সহ অধিনায়ক। যদিও তিনি খেলতে পারবেন কিনা তা এখনও ঘোর অনিশ্চিত। একইসঙ্গে দলে চোট সারিয়ে ঢুকলেন হার্দিক পাণ্ডিয়া। সৈয়দ মুস্তাক আলি ঘরোয়া টি২০ টুর্নামেন্টে প্রথম ম্যাচেই দুর্দান্ত খেলেছেন হার্দিক। তাই নির্বাচকদের দ্বিতীয়বার ভাবতে হয়নি। তবে এই দলে জায়গা হল না ফিনিশার রিঙ্কু সিংয়ের। হার্দিককে ফেরাতেই রিঙ্কুকে পুরোপুরি বাদ দিতে হল বলেই মনে করা হচ্ছে। এমনকি নাম নেই উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থেরও। টেস্টে শুভমনের জায়গায় দ্বিতীয় টেস্টে নেতৃত্ব দিলেও, একদিনের ক্রিকেটে একাদশে জায়গা হচ্ছে না পন্থের। প্রথম দু’ম্যাচেই সুযোগ পাননি। এ বার টি২০ স্কোয়াডেই রাখা হল না তাঁকে।
দলে রয়েছেন দুই উইকেটরক্ষক সঞ্জু স্যামসন ও জীতেশ শর্মা। একইসঙ্গে একদিনের ম্যাচে বিশ্রাম নিলেও, টি২০তে দলে ফিরেছেন জসপ্রীত বুমরাহও। ইডেন টেস্ট চলাকালীন চোট পেয়েছিলেন গিল। এরপর বেঙ্গালুরুতে রিহ্যাব শুরু করেছেন তিনি। মেডিক্যাল দলের ছাড়পত্র পেলে টি২০ ক্রিকেটে খেলবেন শুভমন গিল। তবে তা জানতে আরও অন্তত ৪৮ ঘণ্টা অপেক্ষা করতে হবে। সবুজ সংকেত পেলে তবেই ঢুকবেন একাদশে। বোর্ড এই নিয়ে কোনও ঝুঁকি নিতে রাজি নয়।
মনে করা হচ্ছে, এই সিরিজের জন্য নির্বাচিত খেলোয়াড়রা টি-টোয়েন্টি বিশ্বকাপ দলেও জায়গা পেতে পারেন। সিরিজের প্রথম টি২০ হবে ৯ ডিসেম্বর কটকে। বাকি ম্যাচগুলি হবে নিউ চণ্ডীগড়ে ১১ ডিসেম্বর, ধরমশালায় ১৪ ডিসেম্বর, লখনউতে ১৭ ডিসেম্বর, আহমেদাবাদে ১৯ ডিসেম্বর।
ভারতের টি২০ স্কোয়াড
সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জীতেশ শর্মা (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর।
