ধর্মেন্দ্রর মৃত্যুর ৩ দিন পর মুখ খুললেন হেমা মালিনী, জানালেন “অপূরণীয় ক্ষতি, এই শোক আমৃত্যু!”

0

ধর্মেন্দ্রর মৃত্যুর তিনদিন পর নীরবতা ভাঙলেন হেমা মালিনী। বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন ২৪ নভেম্বর। তাঁর মৃত্যুতে শোক গোটা বলিউড জগতে। স্বামী ধর্মেন্দ্রর মৃত্যুর পর তিনদিন তাকে নিয়ে কোনো কথাই বলেননি দ্বিতীয় স্ত্রী-অভিনেত্রী হেমা মালিনী। অবশেষে স্মৃতিময় ছবি শেয়ার করে সমাজ মাধ্যমে পোস্ট করলেন হেমা।

লিখলেন, “ধর্মাজি, তিনি আমার কাছে অনেক কিছু। আমার স্বামী, দুই মেয়ে ইশা ও অহনার আদরের বাবা, বন্ধু, দার্শনিক, পথপ্রদর্শক, কবি। প্রয়োজনে আমি যার কাছে ছুটে যেতাম।সুখ-দুঃখের প্রতিটি সময়ে তিনি আমার সবকিছু ছিলেন।” তিনি আরও জানান, “নিজের ব্যবহার ও সৌজন্যে আমাদের পুরো পরিবারকে আপন করে নিয়েছিলেন ধর্মেন্দ্র।” ধর্মেন্দ্রর তারকাখ্যাতি ও বিনয়ী স্বভাবের কথা উল্লেখ করে হেমা লেখেন, “জনপ্রিয়তার মধ্যেও তার সরলতা, প্রতিভা ও সর্বজনস্বীকৃত আকর্ষণ তাকে ভারতীয় সিনেমায় এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। তাঁর অবদান ও জনপ্রিয়তা চিরকাল অমলিন থাকবে। তাঁর তুলনা নেই, তিনি নিজেই নিজের তুলনা। এত বছরের পথচলায় তিনিই ছিলেন আমার সঙ্গী। ” পোস্টের শেষে তিনি লিখেছেন, “তাঁর চলে যাওয়া আমার জীবনে এক গভীর শূন্যতা তৈরি করেছে, যা কখনো পূরণ হওয়ার নয়। দীর্ঘ পথচলার অসংখ্য স্মৃতি নিয়েই এখন বাকিটা জীবন কাটাতে হবে।”

১৯৮০ সালে হেমা মালিনি ও ধর্মেন্দ্রর বিয়ে হয়। তাঁদের দুই কন্যা ইশা ও অহনা। তবে ধর্মেন্দ্র তাঁর প্রথম পরিবার থেকে আলাদা থাকলেও দুই পরিবারের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিলেন। একসঙ্গে বহু হিট সিনেমায় অভিনয়ও করেছিলেন। তারমধ্যে ‘শরাফাত’, ‘তুম হাসিন ম্যায় জওয়ান’, ‘নয়া জামানা’, ‘সীতা অউর গীতা’, ‘জুগনু’, ‘পাথর আউর পায়েল’, ‘প্রতিজ্ঞা’ ও ‘শোলে’-যা এখনও দর্শকের কাছে সমান জনপ্রিয়। আজ সন্ধেয় মুম্বইয়ের একটি হোটেলে তার স্মরণসভা অনুষ্ঠিত হবে, যেখানে পরিবারের সদস্য, সহকর্মী ও বন্ধুরা উপস্থিত থাকবেন। উপস্থিত থাকার কথা অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমন খান, গোবিন্দা সহ বলিউডের একাধিক নামিদামি তারকাদের।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *