৬৮১ রানের ম্যাচে শেষ হাসি ভারতেরই, প্রোটিয়াদের বিরুদ্ধে টিম গেমেই সাফল্য টিম ইন্ডিয়ার
রোহিতের অর্ধশতরান ও বিরাটের শতরান। এরওপর অধিনায়ক কেএল রাহুলের অর্ধশতরান। সবমিলিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩৫০ রানের বিশাল লক্ষ্যমাত্রা দাঁড় করায়। ভারতের রান তাড়া করতে নেমে ১১ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে শুরুতেই ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। এরপর যতটা সহজ হবে ম্যাচ মনে হয়েছিল, বরং তা হয়নি। শেষ পর্যন্ত অবশ্য ৬৮১ রানের হাইস্কোরিং প্রথম ওয়ানডেতে শেষ হাসি হাসে ভারতই। রাহুলের নেতৃত্বে জয় এসেছে ১৭ রানে। তাতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
বড় রান তাড়ায় রায়ান রিকেলটন আর কুইন্টন ডি কক করেন শূন্য। ৭ রানে আউট হন অধিনায়ক এইডেন মার্করাম। টনি ডি জর্জি মারকুটে ব্যাটিংয়ে ৩৫ বলে ৩৯ আর ডেওয়াল্ড ব্রেভিস ২৮ বলে ৩৭ করেই ফেরত যান। ১৩০ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে পড়ে দক্ষিণ আফ্রিকা।
সেখান থেকে মার্কো জানসেন আর ম্যাথিউ ব্রিটজের দারুণ এক জুটি। ৬৯ বলে ৯৭ রান যোগ করে প্রোটিয়াদের ম্যাচে ফেরান তারা। জানসেন ৩৯ বলে ৮ চার আর ৩ ছক্কায় ৭০ রান করে। ৮০ বলে ৭২ করেন ব্রিটজকে। তাদের ব্যাটেই জয়ের আশা দেখছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু দুই ব্যাটারকে ফিরিয়েই ভারতকে জয়ের রাস্তাটা মসৃণ করে দেন কুলদীপ যাদব। তবে করবিন বসচ শেষ পর্যন্ত লড়াই করে গেছেন। ৫১ বলে ৫ চার আর ৪ ছক্কায় ৬৭ রান করে শেষ ওভারে শেষ ব্যাটার হিসেবে আউট হন বসচ। ৪৯.২ ওভারে ৩৩২ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ভারতের কুলদীপ যাদব ৪টি আর হর্ষিত রানা নেন ৩টি উইকেট।
এর আগে বিরাট কোহলির কেরিয়ারের ৫২তম ওয়ানডে সেঞ্চুরিতে ভর করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮ উইকেটে ৩৪৯ রানের পাহাড় দাঁড় করায় ভারত। ১২০ বলে ১১ চার আর ৭ ছক্কায় ১৩৫ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন কোহলি। আরেক অভিজ্ঞ ব্যাটার রোহিত শর্মা করেন ৫১ বলে ৫৭, কেএল রাহুলের ব্যাট থেকে আসে ৫৬ বলে ৬০ রান। জাদেজা করেন ৩২ রান।
