গুয়াহাটিতে প্রথম দিন নির্বিষ বোলিং, ক্যাচ মিসের পরও ভারত অবশ্য নাগালেই রাখল প্রোটিয়াদের
গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের প্রথম দিনটা ফ্যাকাসেই। দিনের শেষে ৬ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা স্কোরবোর্ডে তুলতে পারল ২৪৬ রান। তিন উইকেট তুলে স্বস্তি দেন কিছুটা কুলদীপ যাদব। বাকি তিনটি উইকেট ভাগ করে নিয়েছেন বুমরাহ, সিরাজ ও রবীন্দ্র জাদেজা।

শুভমন এই ম্যাচে নেই। টেস্টের আর্মব্যান্ড পরেছেন ঋষভ পন্থ। চোট পাওয়া শুভমন গিলের জায়গায় সাই সুদর্শন এবং অক্ষর প্যাটেলের পরিবর্তে অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি প্রথম একাদশে রেখে দল সাজিয়েছে টিম ইন্ডিয়া।টসে জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। ভুল যে করেননি, তা এইডেন মার্করাম-রায়ান রিকেলটন যেভাবে বুমরাহদের সামলালেন তাতেই স্পষ্ট। মার্করাম ৩৮ করে বুমরাহর বলে বোল্ড হলে ৮২ রানের ওপেনিং জুটি ভাঙে।এরপরই ৩৫ রানে কুলদীপের যাদুতে ফেরেন রিকেলটনও।

স্কোর বোর্ডে রান তুলে যাচ্ছিলেন অধিনায়ক টেম্বা বাভুমা ও ত্রিস্তান স্টাবস। সেই জুটি ভাঙেন রবীন্দ্র জাদেজা। বাভুমা ৪১ করে আউট হন। আর স্টাবসকে ৪৯ রানে তাঁকে আউট করেন কুলদীপ। এর পর উইয়ান মুল্ডারকেও আউট করেন কুলদীপ। আর আজ দিনের শেষে ডে জর্জিকে ২৮ রানে আউট করেন মহম্মদ সিরাজ। নির্বিষ বোলিংয়ের পাশাপাশি ক্যাচ মিসও ছিল প্রথম দিন ভারতের, যা আরও বেশি হতাশ করেছে। তবে দিনের শেষে কিছুটা হলেও স্বস্তি ঋষভ পন্থের।

কারণ, আড়াইশোর গণ্ডি পেরোয়নি এখনও দক্ষিণ আফ্রিকা। পতনও হয়েছে ৬ উইকেটের।ক্রিজে আছেন সেনুরান মুত্থুস্বামী ও কাইল ভেরেনি। কতটা দ্বিতীয় দিন দক্ষিণ আফ্রিকা এগিয়ে নিয়ে যায় তাই এখন দেখার। ভারতের লম্বা ব্যাটিং লাইন আপ। তবে কেশব মহারাজ এবং সাইমন হার্মারের স্পিন জুটি ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে।
