গোল্ডেন ডাক শুভমন, সূর্যর ৫ রান! তিলকের লড়াইতেও দ্বিতীয় টি২০ ম্যাচ বাঁচাতে ব্যর্থ ভারত

0

প্রথম টি২০তে বিশাল জয় পাওয়ার পর, দ্বিতীয় ম্যাচেই ব্যাটিং ফ্লপ। দক্ষিণ আফ্রিকার কাছে রান তাড়া করতে গিয়েই ডুবল ভারত। পুরো ২০ ওভার ব্যাটিংই করতে পারল না ভারত। প্রোটিয়াদের কাছে ৫১ রানে হেরে সিরিজ আপাতত ১-১। চণ্ডীগড়ে দ্বিতীয় টি২০ ম্যাচে কুইন্টন ডি’ককের দুর্দান্ত ব্যাটিংয়ে মাত্র ৪ উইকেট হারিয়ে ২১৩ রান তুলে ফেলে দক্ষিণ আফ্রিকা। এরমধ্যে কুইন্টন ডি কক একাই করেন ৯০ রান। এরমধ্যে ৫ চার ও ৭ ছক্কা। বাকিরা সঙ্গ দিতেই ২০০ প্লাস স্কোর তৈরি করে ফেলে প্রোটিয়ারা। ভারতের বোলিংকে ভোঁতা প্রতিপন্ন করে ছাড়ে ডি’কক।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই গোল্ডেন ডাক শুভমন গিলের। তখন ভারতের স্কোর ১০ রানও হয়নি। নামেন অক্ষর প্যাটেল। কিন্তু তাতেও উইকেট হারানো আটকায়নি। ২০ রান স্কোরবোর্ডে তোলার আগেই ব্যক্তিগত ১৭ রানে ফিরে যান অভিষেক শর্মা। সহ অধিনায়কের মতো অধিনায়ক সূর্যকুমার যাদবও যথারীতি ফ্লপ। এদিনও ৫ রানের বেশি রান করতে পারেননি। এরপর অক্ষর প্যাটেল ফেরেন ২১ রানে। এরপর কিছুটা খেলা ধরার চেষ্টা করেন তিলক বর্মা ও হার্দিক পাণ্ডিয়া। প্রথম ম্যাচে হার্দিক টানলেও, এদিন ২৩ বলে ২০ রান করে ফেরেন তিনি। ভারত ১১৮ রানেই ৫ উইকেট হারায়। হার্দিক ফিরলেও ভারতকে টানতে থাকেন তিলক বর্মা।

যদিও দক্ষিণ আফ্রিকার স্কোরের থেকে তখনও অনেকটাই দূরে ভারতের স্কোর। এরপর জিতেশ শর্মাকে নিয়ে এগোতে থাকেন তিলক। ১৫৭ রানে ষষ্ঠ উইকেটের পতন হয়। ১৭ বলে ২৭ রান করে ফেরেন জিতেশ। এরমধ্যে রয়েছে ২ চার ও ২ ছক্কা। এরপর শিবম দুবে ২ বলের বেশি টিঁকতে পারেননি। করেছেন ১ রান। এরপর অর্শদীপ করেন ৪ রান। বরুণ চক্রবর্তী খাতাই খুলতে পারেননি। শেষে শেষ ওভারের প্রথম বলেই তিলক ফিরলে ভারতের ১৬২ রানে যবনিকা নামে ব্যাটিংয়ে। তিলক ৩৪ বলে ৬২ করেন। এরমধ্যে ২ চার ও ৫ ছক্কা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *