গুয়াহাটিতে শেষদিনে অসম্ভবের লক্ষ্যে ভারত, ২৫ বছর পর হোয়াইটওয়াশের আশায় দক্ষিণ আফ্রিকা

0

ম্যাচ গড়াল শেষদিনে। তাতে কোনও রোমাঞ্চ নেই যেন। ৫২২ রানের অসম্ভব লক্ষ্য সেখানে ভারতের সামনে। আর ইতিহাস গড়তেই দক্ষিণ আফ্রিকার চাই ৮ উইকেট। ম্যাচ ও সিরিজ বাঁচানোর লক্ষ্যে গুয়াহাটিতে সবই এখন স্বপ্ন ভারতের কাছে। ভারত ড্র’য়ের চেষ্টা অবশ্যই করবে। কিন্তু ইতিহাস বলছে, টেস্ট ক্রিকেটের ইতিহাসে স্রেফ একবার পঞ্চম দিনে ৪০০ রান করার নজির রয়েছে। ১৯৪৮ সালে হেডিংলি টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের সেঞ্চুরিতে ৩ উইকেটে ৪০৩ রান করেছিল অস্ট্রেলিয়া।এর আগে এশিয়ার মাটিতে কখনো টেস্টে ৪০০-র বেশি রান তাড়া করে জেতার রেকর্ড নেই।

ইডেন টেস্টে ১৫ বছরে প্রথমবার ভারতের বিপক্ষে জয় পায় দক্ষিণ আফ্রিকা।সিরিজ জয়ের হিসাবে সময়টা আরও বেশি।এর আগে ২০০০ সালেও ভারতের মাটিতে এসে ভারতীয় দলকে হোয়াইট ওয়াশ করে গিয়েছিল তাঁরা ৷এ বার ২ ম্যাচের টেস্ট সিরিজে আরও একবার হোয়াইটওয়াশের আশায় শেষদিন নামবে প্রোটিয়ারা।আর এই ম্যাচ ড্র হলেও সিরিজ জিতবে বাভুমার দলই।

চতুর্থ দিনে ভারতকে ৫৪৯ রানের প্রায় অসম্ভব এক লক্ষ্য ছুড়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে ২ উইকেটে ২৭ রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছে ভারত।গুয়াহাটিতে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৪৮৯ রান করেছিল দক্ষিণ আফ্রিকা।  জবাবে ভারতের প্রথম ইনিংস গুটিয়ে যায় ২০১ রানে। ফলে প্রোটিয়ারা ২৮৮ রানের বড় লিড পেয়ে যায়। চতুর্থ দিনে এর সঙ্গে আরও ২৬০ রান যোগ করার পর ইনিংস ডিক্লেয়ার করে  টেম্বা বাভুমার দল।
দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত রান (৯৫) স্টাবসের।

এ ছাড়া টনি ডি জর্জি ৪৯, রায়ান রিকেলটন ও উইয়ান মুল্ডার সমান ৩৫ রান করেছেন। ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে রবীন্দ্র জাদেজা সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছেন। অন্য আর একটি উইকেট নেন ওয়াশিংটন সুন্দর।চতুর্থ ইনিংসে জয়ের জন্য ব্যাট করতে নেমে শুরু থেকেই প্রোটিয়া বোলিংয়ে ফের দিশেহারা ভারত।মার্কো জানসেন ও সাইমন হারমারের তোপের মুখে আউট হয়ে গেছেন যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল। রান উঠেছে ২৭। যশস্বী ফেরেন ১৩ রানে. কেএল রাহুল ফেরেন ৬ রানে। ২ রানে অপরাজিত সাই সুদর্শনের সঙ্গে পঞ্চম দিনে খেলতে নামবেন নাইট ওয়াচম্যান কুলদীপ যাদব (৪ রান)।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *