ঘরের মাঠেই বুমেরাং ব্যাটিং! জানসেনের বোলিংয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ভারতের ব্যাটিং লাইন আপ

0

ঘরের মাঠে বুমেরাং। তাছাড়া আর কী! যেখানে ব্যাট হাতে প্রথম ইনিংসে দাপট দেখিয়েছে দক্ষিণ আফ্রিকা, সেই মাঠে ভারতের প্রথম ইনিংস হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। প্রোটিয়াদের বদান্যতায় অল্পের জন্য ভারত বাঁচল ফলো অনের লজ্জা থেকে। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে তুলেছিল ৪৮৯ রান। জবাবে ভারতের ইনিংস গুয়াহাটিতে গুটিয়ে যায় ২০১ রানে। এরপর আবার দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস শুরু করে বিনা উইকেটে ২৬ রানে এগিয়েও গেছে। টেম্বা বাভুমার দল এগিয়ে ৩১৪ রানে। সিরিজ বাঁচানোর লড়াইয়ে এই ম্যাচ জিততেই হত ঋষভ পন্থদের। উল্টে, হার বাঁচানোর লড়াই এখন সামনে। ব্যাট হাতে অল্পের জন্য সেঞ্চুরি (৯৩ রান) মিস করলেও বল হাতে জ্বলে উঠলেন মার্কো জানসেন। ভারতের ব্যাটিং অর্ডার রীতিমতো গুঁড়িয়ে দিয়ে ৪৮ রান দিয়ে তুলে নেন ৬ উইকেট।

শুরুতে যেভাবে যশস্বী জয়সওয়াল ব্যাট করছিলেন, তাতে মনে হয়েছিল পাহাড় প্রমাণ রানের জবাবে ভালভাবেই প্রতিহত করবেন ভারতের ব্যাটাররা।কিন্তু তা  হয়নি।ওই সর্বোচ্চ রান যশস্বীরই, তাঁর সংগ্রহে ৫৮ রান। কেএল রাহুল করেন ২২ রান, সাই সুদর্শন করেন ১৫ রান এবং ঋষভ পন্থের সংগ্রহে মাত্র ৭ রান। ধ্রুব জুরেল খাতাই খুলতে পারেননি। মাত্র ৬ রান যোগ করতে পেরেছেন রবীন্দ্র জাদেজা। নীতীশ কুমার রেড্ডি করেন ১০ রান। ৯৫ রানে ২ উইকেট থেকে ৭ উইকেট হারায় ১২২ রানে। তবে প্রাণপণ উইকেটে থেকে বাঁচার চেষ্টা জারি রেখেছিলেন কুলদীপ যাদব। সেইসঙ্গে ওয়াশিংটন সুন্দর।

দু’জনে ২০৮ বলে গড়েন ৭২ রানের জুটি। কুলদীপের ১৩৪ বলের ইনিংস খেলেন। যোগ করেছেন ১৯ রান। ৯২ বলে হাফসেঞ্চুরি থেকে মাত্র ২ রান দূরে থাকতেই ৪৮ রানে আউট হন সুন্দর। জসপ্রীত বুমরাহ ৫ রান এবং মহম্মদ সিরাজ মাত্র ২ রান করেন। শেষপর্যন্ত, ভারতের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ২০১ রানে। একাই ৬ উইকেট নিয়েছেন মার্কো জানসেন। তিনটি উইকেট পেয়েছেন সাইমন হার্মার এবং ১টি উইকেট কেশব মহারাজের দখলে।তৃতীয় দিনের শেষে আরও ২৬ রান যোগ করে ফেলেছে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকা এগিয়ে রয়েছে ৩১৪ রানে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *