জাভেদ আখতারের মৃত্যু কামনা পাক তারকাদের! প্রসঙ্গ উঠতেই কড়া জবাব গীতিকারের

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ভারত-পাকিস্তানের সংঘর্ষ থিতু হলেও তাঁর উত্তাপ কমেনি বললেই চলে। বরং বেড়েছে আরও। তা এমন এক পর্যায় এসে পৌঁছেছে যে ভারতীয় শিল্পীর মৃত্যু কামনাও শুরু করে দিয়েছেন পাক তারকারা। এমন পরিস্থিতিতে নিজেদের মতামত ব্যক্ত করেছেন দু’দেশের খ্যাতনামীরাই।

এর আগে ভারতের ‘অপারেশন সিঁদুর’ অভিযানের প্রসঙ্গে জাভেদ আখতার ব্যঙ্গ করে জানিয়েছিলেন, তিনি পাকিস্তানে যাওয়ার চেয়ে নরকে যাওয়াই শ্রেয় মনে করেন।

তিনি বলেছিলেন, “ভারত-পাকিস্তান উভয় পক্ষের মানুষই আমার উপর রেগে রয়েছেন। পাকিস্তানিদের একাংশের মতে, আমি ‘কাফির’, আমার জাহান্নমে (নরকে) যাওয়া উচিত। আবার ভারতের একাংশ বলে, আমি ‘জিহাদি’, আমার পাকিস্তানে চলে যাওয়া উচিত। যদি আমার কাছে যাওয়ার মতো এই দুটো জায়গাই থাকে, তা হলে আমি জাহান্নমটাই বেছে নেব।” তারপর থেকেই ধেয়ে এসেছে একের পর এক কটাক্ষ। এমনকি বর্ষীয়ান গীতিকারের নাকি মৃত্যু কামনাও করছেন ও দেশের তারকারা!

সমাজমাধ্যমের হাত ধরে সেই মন্তব্যও দৃষ্টিগোচর হয়নি জাভেদ আখতারের। মৃত্যু কামনা প্রসঙ্গে বেশ মজার ছলেই কড়া জবাব দিলেন তিনি। বললেন, “ওদের চাওয়া-পাওয়ার কথা যদি ঈশ্বর শুনতেন, তা হলে ওঁরা যেখানে রয়েছেন, সেখানে আর থাকতেন না।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *