জঙ্গলে শুটিং, তীব্র প্রতিবাদ জয়ার! তারপরেই কি বিশ বাঁও জলে বুবলীর ছবি?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: দু’জনেই বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী। এই মুহূর্তে দু’জনেই ব্যস্ত নিজের আগামী ছবির প্রস্তুতিতে। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি কলকাতায় শুরু হবে জয়া আহসানের ‘আজও অর্ধাঙ্গিনী’র ছবির শুটিং। অন্যদিকে বাংলাদেশেই নিজের ছবির শুটিং করছিলেন শবনম বুবলী। আর তাতেই ঘটল বিপত্তি! জয়ার একটি পোস্টে বন্ধ হল বুবলীর ছবির শুটিং!

বাংলাদেশি সংবাদমাধ্যম ‘কালের কণ্ঠ’র প্রতিবেদন বলছে কিছুটা এমনই খবর। শেরপুরের নালিতাবাড়ির ভারতীয় সীমান্তবর্তী এলাকার গারো পাহা়ড় ও তার আসে পাশে নতুন ছবির শুটিং করছিলেন অভিনেত্রী বুবলী। সেখানে বন্য হাতির আনাগোনা রয়েছে। এমনকি শুটিংয়ের সময়তেও নাকি হাতির আক্রমণ হয়েছে। ওই ছবিতে বুবলীর বিপরীতে দেখা যাবে ও পার বাংলার অভিনেতা সজলকে। ‘কালের কণ্ঠ’কে তিনি বলেছেন, “গত ৯ দিন ধরে এখানে শুটিং করছি। এখানে প্রায় সময়ই বন্য হাতি আক্রমণ করে। গতকাল আমাদের সেটে প্রায় ৮/৯টা বন্য হাতি আক্রমণ করেছিল। সবাই ভীষণ ভয় পেয়ে গিয়েছিল পরে কোনও ভাবে তাদেরকে সেখানে থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সে ভাবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি আমাদের।”

কিন্তু খবরটি প্রকাশ্যে আসতেই ক্ষোভ উগরে দিয়েছেন জয়া। জঙ্গলে কেন সিনেমার শুটিং হবে? বরাবরই পশুপ্রেমী তিনি। এই বিষয়টিকে মোটেই ভাল চোখে দেখেননি অভিনেত্রী। খবরটি শেয়ার করে নিজের সমাজমাধ্যমের পাতায় জয়া লেখেন, ‘এই আর এক উপদ্রব বনের ভিতর। বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি। মন চাইলেই লাইট ক্যামেরা অ্যাকশন শুরু করা যায়? মাইকের শব্দ, গান-বাজনা এগুলো কি অ্যালাউ করা ঠিক হবে এ রকম একটা সেন্সিটিভ জায়গায়?’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *