বিলাসিতায় বিশ্বাসী নন, জীতুর কাছে ‘গৃহ’র অর্থ কি শুধুই মাথা গোঁজার ঠাঁই?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: শুক্রবারই মুক্তি পাচ্ছে ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত ‘গৃহপ্রবেশ’। মুখ্য চরিত্রের তালিকায় কৌশিক গঙ্গোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি ইতিমধ্যেই নজর কেড়েছেন অভিনেতা জীতু কমল। সম্পর্ক এবং অপেক্ষার গল্প বলবে এই ছবি। ‘গৃহ’ মানেই তো নিরাপদ আশ্রয়। অভিনেতার কাছে এই ‘নিরাপদ আশ্রয়’ বা ‘গৃহ’-এর অর্থ কী? আডিশনের সঙ্গে এক্সক্লুসিভ আড্ডায় জীতু মেলে ধরলেন নিজেকে।
জীতুর কাছে তাঁর নিরাপদ আশ্রয়ের সংজ্ঞা খুবই সহজ। তিনি বলেন, “আমি নিরাপদ আশ্রয়তেই রয়েছি। আমার শিবজি, আমার বিশ্ব, সবসময় আমার সঙ্গে রয়েছে। তিনি আমায় সঠিক পথ দেখাচ্ছেন। আমি নিন্দার সম্মুখীন হচ্ছি মানে হয় তো সেটা দরকার আমার জীবনে। তাই তিনি কটাক্ষের সম্মুখীন করছেন আমাকে। যাতে আমি ওই কাজটা আর না করি। আমি যদি ‘বাবু শোনার’ মত ছবি নাই করতাম, তা হলে আমার ধারণাই থাকতো না যে ওই ছবিটা বা ওই ধরনের কাজ বা সবাইকে চোখ বন্ধ করে করে বিশ্বাস করে নেওয়া উচিত হবে না। ঈশ্বরের আশীর্বাদে আমি নিরাপদ আশ্রয়তেই রয়েছি।”
গৃহপ্রবেশ তো শুভ সূচনার কথা বলে। একটা সুন্দর গৃহ তৈরির জন্য সবথেকে বেশি কী প্রয়োজনীয় বলে মনে হয় জীতুর? অভিনেতা বলেন, “আমি মনে করি আমি ভাগ্যবান। কারণ গোটা পৃথিবীর মধ্যে আমি ২০ শতাংশ মানুষের মধ্যে পড়ি যাঁরা দু’বেলা দু’মুঠো খেতে পারছেন। বাকি ৮০ শতাংশ মানুষ তো খেতেই পান না। তাঁদের মাথায় ছাদ নেই। ভগবান আমাকে ছাদ দিয়েছেন। দু’বেলা খেতে দিচ্ছেন। সুন্দর একটা জায়গায় থাকতে দিচ্ছেন। তারপরে আমি ভাবি না আমার বাড়িটা কেমন হবে, আমার বাড়িতে কী পোস্টার লাগবে কী লাগবে না…”