‘ছবি ভাল হলে নিশ্চই চলবে…রাস ভাল লাগেনি’, তথাগতকে ঘিরে সোজাসাপটা প্রেমেন্দু
এন্টারটেইনমেন্ট ডেস্ক: শহরের দুই অন্যতম জনপ্রিয় প্রেক্ষাগৃহ, ‘নন্দন’ এবং ‘রাধা স্টুডিয়ো’তে নাকি ‘প্রদর্শনযোগ্য’ নয় তথাগত মুখোপাধ্যায়ের ছবি ‘রাস’। গত বৃহস্পতিবার পরিচালক আক্ষেপ প্রকাশ করে জানিয়েছিলেন, নন্দনের রিভিউ কমিটির নাকি এমনটাই মত। এই প্রসঙ্গেই আলোচনায় উঠে এসেছে সেই রিভিউ কমিটির অন্যতম সদস্য পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকী এবং পরিচালক তথাগতের সম্পর্কের ‘সমীকরণ’।
শুক্রবার ‘গৃহপ্রবেশ’ ছবির প্রিমিয়ারে এই প্রসঙ্গে পরিচালককে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমাদের অবশ্যই একটা রিভিউ কমিটি রয়েছে। তাতে আমরা দীর্ঘদিন ধরে নিজেদের মতো করে কাজ করে চলেছি। কিন্তু কোন ছবি নন্দন দেখাবে এবং কোন ছবি দেখাবে না, সেটা কিন্তু নন্দনের কর্তৃপক্ষের দায়িত্ব। আমাদের উপর সেটা বর্তায় না। ছবি ভাল হলে অবশ্যই চলবে।” তিনি যোগ করেন, “আমার নিজের ছবিই সেখানে ‘হাউসফুল’ চলছিল। কিন্তু নামিয়ে নেওয়া হল। আমাদের কমিটির সদস্য সুদেষ্ণা রায়ের ছবিই তো নেই সেখানে। কিন্তু সুদেষ্ণা অথবা আমি, কি বলছি? কারণ আমরা জানি, এটা সম্পূর্ণটাই নন্দন কর্তৃপক্ষের সিদ্ধান্ত। আর সেটাই মেনে নিতে হবে। এটা নিয়ে প্রশ্ন তোলার কী আছে? কোনও ব্যক্তিগত আক্রমণ করারও কোনও অর্থ নেই।”
তিনি এও জানান, তথাগতের ‘রাস’ ছবিটি তাঁর ভাল লাগেনি। তিনি বলেন, “আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন ছবিটা ভাল লেগেছে কি না। আমি সোজাসুজি বলেছি, ‘ছবিটা খুব একটা ভাল লাগেনি’। সব ছবি ভাল লাগবে, তার তো মানে নেই।”
নাম না করেই তথাগতকে ঘিরে পরিচালক বলেন, “এর আগেও আমি দেখেছি ওঁর ছবিকে ঘিরে সমস্যা দেখা দিয়েছিল। তখনও তিনি একইভাবে সোশ্যাল মিডিয়াতে নানা কথা বলেছিলেন। আমাদের এই ছোট্ট ইন্ডাস্ট্রিতে একে অপরের দিকে আঙুল তুলে কী লাভ? অন্যের দিকে আঙুল তুললে নিজের দিকেও চারটে আঙুল উঠে আসে।”
এই প্রসঙ্গেই আরও একটি খবর উঠে এসেছে যে তথাগতকে নাকি ‘অশিক্ষিত’-এর তকমা দিয়েছেন প্রেমেন্দু চাকী। এ ক্ষেত্রে প্রশ্ন করা হলে পরিচালক তাঁর নিজের মন্তব্যে অনড় থেকেই বলেন, “সবকিছু জানা, সবার পক্ষে সম্ভব নয়। না জানাটাও অন্যায় নয়। কিন্তু কোনও কিছু না জেনে কথা বলাটা অশিক্ষিতের লক্ষণ। আমি এখনও একই কথা বলব।”
