কুৎসা আমাকে ভেঙে ফেলতে পারেনি, প্রথমবার টিআরপি টপার হয়ে প্রতিক্রিয়া জীতুর
এন্টারটেইনমেন্ট ডেস্ক: মাঝে কত কীই ঘটে গেছে! অভিনেত্রী দিতিপ্রিয়ার সঙ্গে ভুল বোঝাবুঝি, মেকআপ আর্টিস্টের সঙ্গে ঝামেলা, তবু শিবভক্ত জীতু কমল নিজের লক্ষ্যে অবিচল ছিলেন। সবাইকে চমকে দিয়েই চলতি সপ্তাহে টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করে নিয়েছে জীতু কমল ও দিতিপ্রিয়া রায় অভিনীত ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক। যেখানে দিতিপ্রিয়ার সঙ্গে মুখ্য চরিত্রে জীতুই। খুশিতে সমাজ মাধ্যমে নিজের কথা শেয়ারও করেছেন জীতু।নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘সফলতা কখনোই আমাকে উত্তেজিত করে না। কুৎসা আমাকে ভেঙে ফেলতেও পারে নি। সাফল্য এবং ব্যর্থতা উভয়ই ক্ষণস্থায়ী। চিরস্থায়ী হল, সততা, কঠোর পরিশ্রম এবং দর্শকদের কাছ থেকে পাওয়া আশীর্বাদ। যা ভাগ্যবানদের কপালেই জোটে। ধন্যবাদ শিবঠাকুর। ধন্যবাদ আমার ভগবান দর্শক। ধন্যবাদ ইউনিভার্স।’

কদিন আগে জীতুর নামে একগুচ্ছ অভিযোগ তুলেছিলেন সহকর্মী, ধারাবাহিকের নায়িকা দিতিপ্রিয়াই। দিতিপ্রিয়া অভিযোগ করে জানান, জীতু তাঁকে এমন অনেক বার্তা পাঠিয়েছে, যা তাঁকে অস্বস্তিতে ফেলেছে। এমনকী ডাক্তার দেখাতে যাবেন শুনে জীতু মস্করা করে দিতিপ্রিয়াকে লিখেছিলেন, ‘তুমি কি প্রেগন্যান্ট?’ এআই দিয়ে বানানো দুজনের কিসিং ভিডিয়ো পাঠিয়েছিলেন। পরে অবশ্য প্রযোজনা সংস্থার মধ্যস্থতায় দুজনে সবটা মিটমাট করে নেন।

অন্যদিকে ধারাবাহিকের এমন সাফল্যে খুশি দিতিপ্রিয়াও। সদ্য অস্ত্রোপচার হয়েছে অভিনেত্রীর। হাসপাতাল থেকে নিজের শারীরিক অবস্থার খবরের পাশাপাশি এই সাফল্যের জন্য নিজের দর্শককে ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি। দিতিপ্রিয়া লেখেন, ‘অপারেশন সাকসেসফুল! সেটে ফিরে আসতে আর কিছুদিন সময় লাগবে। তবে আপনাদের ভালবাসা আর আশীর্বাদের জন্য ধন্যবাদ। চিরদিনই তুমি যে আমার রেটিং চার্টে এখন শীর্ষস্থানে! এই টিআরপি ধরে রাখা আমাদের কাছে বিশাল বড় ব্যাপার।
আর জীতুও আনন্দে গা ভাসাতে বারণ করে লিখেছেন,’নর্থ বেঙ্গল এর ভাই,বোন,মাদের কথাও ভাববেন। যে যেমনভাবে সাহায্য করে চলেছেন সেটা চালিয়ে যাবেন। আনন্দে গা ভাসিয়ে দেবেন না।’