হবে যুগলবন্দি? জেমিমা বাজাবেন গিটার আর গাভাসকর গাইবেন গান!

জেমিমাদের আবেগ, জেমিমাদের লড়াই, জেমিমাদের কান্না, এসব দেখে মনে হতেই পারে ক্রিকেটকে ভালবেসে আপনি কোনও ভুল করেননি। এ ক্রিকেট ভালবাসার, এ ক্রিকেটের প্যাশনের। যে বাঁধে, সে চুলও বাঁধে যেমন, তেমনই যে মেয়ে ২২ গজে ব্যাট হাতে দাপিয়ে বেড়ায়, সে মেয়ে তেমন গিটার হাতে সুরও তুলতে পারেন। জেমিমা রডরিগেজ তেমনই এক প্রতিভা। এ’কথা ভারতের কিংবদন্তি সুনীল গাভাসকর জানেন। আর জানেন বলেই বিশ্বকাপ জয়ের আগেই আব্দার করেছিলেন, যদি ট্রফি আসে ভারতে তাহলে জেমিমার গিটারের মূচ্ছর্নার সঙ্গে গান গাইবেন তিনি।
সুনীল গাভাসকর বলেছেন কয়েকদিন আগেই, জেমিমা উত্তর দেননি। বিশ্বকাপ জিতে গিটার হাতেই সমাজ মাধ্যমে থিতু হয়ে বসেছেন এ বার। জবাবও দিলেন গাভাসকরকে। স্বাভাবিকভাবেই প্রস্তাব ফেরানোর কথা ভাবতেই পারেননি তিনি। ভিডিয়োবার্তায় জেমামা বলেছেন, ‘হাই, সুনীল গাভাসকর স্যার, আমি আপনার বার্তা দেখেছি। আপনি বলেছিলেন, যদি ভারত বিশ্বকাপ জেতে, তাহলে একসঙ্গে গান গাইতে চান। হ্যাঁ, আমি গিটার নিয়ে তৈরি। আশা করি, আপনিও মাইক হাতে তৈরি। অনেক ভালবাসা।’

বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার ৩৩৮ রান তাড়ায় ভারতের ৫ উইকেটের জয়ে অপরাজিত ১২৭ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন জেমামা। তাঁর ব্যাটিংয়ে মুগ্ধ গাভাসকর বলেন, ‘ভারত বিশ্বকাপ জিতলে সে (জেমামা) এবং আমি—যদি তার আপত্তি না থাকে, একসঙ্গে গান গাইব। সে গিটার বাজাবে, আমি গান গাইব।’ তারই জবাব জেমিমা দিতেই ভক্তরা অপেক্ষায় ডুয়েট দেখার।
অবশ্য এর আগেই একসঙ্গে মঞ্চে গান ও গিটারে দেখা গিয়েছে দুই তারকাকে। সেই স্মৃতির কথা জানিয়েই গাভাসকর বলেছিলেন, ‘কয়েক বছর আগে বিসিসিআইয়ের এক অনুষ্ঠানে আমরা এটা করেছিলাম। একটি ব্যান্ড পারফর্ম করছিল। আমরাও তাদের সঙ্গে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিই। সে ছিল গিটারে আর আমি গেয়েছিলাম—তাতে কণ্ঠটা আমার যেমনই হোক। ভারত জিতলে আমি এটা আবারও করতে চাই’।
