কলকাতা ময়দানে ফুটবলে দেদার গড়াপেটা! খিদিরপুর স্পোর্টিং ক্লাবের ২ কর্তা গ্রেফতার
কলকাতা ময়দানের ফুটবল কলঙ্কিত। গড়াপেটার কালো ছায়া। যার জেরে গ্রেফতার ২। কলকাতা ময়দানে দীর্ঘদিন ধরেই মাথাচাড়া দিয়ে উঠেছে ম্যাচ ফিক্সিং। তার জেরেই সক্রিয় সিন্ডিকেট রাজ।যার নেপথ্যে রয়েছেন খিদিরপুর ক্লাবের কর্তা আকাশ দাস। যার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযোগ জমা পড়েছিল পুলিশের কাছে।
পুলিশ সূত্রে খবর, এই অভিযোগের ভিত্তিতেই আকাশ দাসকে রবিবার গভীর রাতে বেলঘড়িয়ার বাড়ি থেকে লালবাজারে নিয়ে আসে কলকাতা পুলিশ। আকাশ দাস খিদিরপুর স্পোর্টিং ক্লাবের ম্যানেজার। অন্যদিকে,রাহুল সাহা খিদিরপুর স্পোর্টিং ক্লাবের মিডিয়া ম্যানেজার। তাকেও গ্রেফতার করা হয়। কলকাতার লিগের প্রিমিয়ার ডিভিশনে দুটি ক্লাবের নাম জড়িয়ে ছিল ম্যাচ গড়াপেটায়। তার মধ্যে একটি ক্লাব হল খিদিরপুর ক্লাব। গত বেশ কয়েক মাস ধরে এই ম্যাচ গড়াপেটার তদন্ত চালাচ্ছিল কলকাতা পুলিশ।

এ বার ওই তদন্তের সূত্র ধরে খিদিরপুর ক্লাবের সঙ্গে জড়িত দু’জনকে গ্রেফতার করল লালবাজার। সোমবার দুপুরে লালবাজারে সাংবাদিক বৈঠক করে জানানো হয় আইএফএ থেকে কলকাতা পুলিশ একটি অভিযোগ পেয়েছিল তাদের সন্দেহ ছিল কলকাতা প্রিমিয়ার লিগে কিছু ব্যক্তি ম্যাচ গড়াপেটা করে খেলার ফলাফল স্থির করে ফেলছে। এর মাধ্যমে একটি বেটিং চক্র চালিয়ে অভিযুক্তরা মোটা টাকা উপার্জন করছে বলে পুলিশ তদন্ত করে জানতে পারে। সেই অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশ অনুসন্ধান শুরু করে।তদন্ত চলাকালীন অনেকের উপর নজরদারি শুরু হয়। অনেকের সঙ্গে কথা বলে পুলিশ। সংগ্রহ করায় বিভিন্ন ডিজিটাল তথ্য। এরপরই দুজনের দিকে সন্দেহ যায়। রবিবার এফআইআর দায়ের করে অভিযুক্ত এই দুই ব্যক্তিকে হেফাজতে নেয় লালবাজার। পুলিশ জানিয়েছে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ও বেলঘড়িয়া থেকে দুজনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জেরায় তাদের জেরা করে কয়েকজনের নাম জানা গেছে। এবার তাদের সন্ধানের শুরু হয়েছে পুলিশের তদন্ত।
কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার বলেন, ‘আমরা ধৃতদের কাছ থেকে একাধিক নাম পেয়েছি। যাঁদের নাম পেয়েছি, তাঁদেরকেও এই তদন্তের আওতাধীন এনে জিজ্ঞাসাবাদ করব। এই বিষয়ে আর যা যা আপডেট পাওয়া যাবে, সমস্ত কিছু জানানো হবে৷’ বর্তমানে ধৃত দুজনকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে আরও তথ্য সংগ্রহ করবে পুলিশ।
