পুড়িয়ে দেওয়া হয় বাড়ি, দেশ ছেড়েছেন রাহুল আনন্দ, কেমন আছেন ‘জলের গান’-এর শিল্পী?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: গত বছর বাংলাদেশের গণ-অভ্যুত্থানের সময় উত্তাল হয়েছিল ও পার বাংলা। হামলা এবং ভাঙচুর চালানো হয় ফোকব্যান্ড ‘জলের গান’-এর গায়ক রাহুল আনন্দের বাড়ি। চোখের সামনেই পুড়ে ছাই হয়ে যায় শিল্পীর বাড়ি। তার কদিন পরই সপরিবারে দেশান্তরিত হন তিনি। কিছুদিন আগেই গিয়েছে তাঁর জন্মদিন। এখন কেমন আছেন শিল্পী?

কণ্ঠশিল্পী হিসেবে নিজের নাম গড়লেও, ছবি আঁকা এবং থিয়েটারেও তিনি কাজ করেছেন দক্ষতার সঙ্গে। ছাত্রজীবন থেকে নিজ হাতে তিনি তৈরি করেন নানান রকম সুরযন্ত্র। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, বর্তমানে সপরিবারে ফ্রান্সে অবস্থান করছেন শিল্পী রাহুল আনন্দ। দেশ ছাড়লেও বিগত বছরে ঘটে যাওয়া স্মৃতির ক্ষত এখনও দগদগে।

ফ্রান্সে অবস্থানরত বাঙালি সাংস্কৃতিক গোষ্ঠীর একটি সূত্র বাংলাদেশের সংবাদমাধ্যমকে জানিয়েছে, সেখানে আপাতত স্ত্রী ঊর্মিলা শুক্লা ও কিশোর সন্তান তোতাকে নিয়ে নিরাপদে আছেন রাহুল আনন্দ।

গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরেই উত্তপ্ত হয় পরিস্থিতি। সে ঘটনার পরেই ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে অগ্নিসংযোগের খবর শোয়া যায়। তখনই আগুনে পোড়ে রাহুল আনন্দের বাড়িটিও। সেটিকে ‘ভাঙাবাড়ি’ নামে ডাকতেন শিল্পী। সাধের বাড়িটি ছেড়েই এক সময়ে পরিবার নিয়ে বেরিয়ে এসেছিলেন তিনি। তারপর থেকে তাঁর বিশেষ দেখা পাওয়া যায়নি তাঁর।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *