‘শান্তিতে ঘুমোও দিয়োগো…’ জোতার এমন মৃত্যু মানতে পারছেন না রোনাল্ডো
স্পোর্টস ডেস্ক: মাত্র ১১ দিন আগে জীবনের সবচেয়ে সুখের দিনে ঢুকেছিলেন দিয়েগো জোতা। দীর্ঘ ১৩ বছরের প্রেমিকা এবং তিন সন্তানের মা রুট কারডোসোকে বিয়ে করে লিখেছিলেন—‘জীবনের নতুন অধ্যায়’। বিয়ের ছবির ক্যাপশনে লিখেছিলেন, ‘হ্যাঁ, চিরদিনের জন্য।’ অথচ সেই চিরদিন বড্ড ক্ষণস্থায়ী হয়ে গেল। পর্তুগাল এবং লিভারপুলের উইঙ্গার দিয়োগো জোতা। অবসর কাটাতে ছুটি নিয়েছিলেন! তবে ছুটি কাটিয়ে আর ফেরা হলো না। স্পেনের জামোরায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মাত্র ২৮ বছর বয়সী এই ফুটবলার। মুহূর্তে যেন থেমে গেল মাঠ জুড়ে দাপিয়ে বেড়ানো, পতুর্গাল জার্সি, লিভারপুল জার্সি, গোল, সেলিব্রেশন, ট্রফি জয়, স্বপ্ন, ভালবাসা, সুখ্যাতি- সবকিছু। দুর্ঘটনার সময় ল্যাম্বোরগিনি গাড়িতে ছিলেন জোটা ও তাঁর ভাই। ছোট ভাই আন্দ্রে সিলভারও ফুটবলার, তিনিও না ফেরার দেশেই।
কত কতদিন জাতীয় দলে একসঙ্গে খেলেছেন। ক’দিন আগেই তো কাঁধে কাঁধ মিলিয়ে পর্তুগালের হয়ে জিতেছেন উয়েফা নেশন্স লিগ। সেই সতীর্থ দিয়োগো জোতা আর নেই, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যেন কিছুতেই মানতে পারছেন না। সমাজ মাধ্যমে সিআর সেভেন লিখেছেন, ‘এর কোনো মানে হয় না। এতদিন তো একসঙ্গে ছিলাম জাতীয় দলে, এই মাত্রই তো তোমার বিয়ে হলো। তোমার পরিবার, স্ত্রী এবং সন্তানদের প্রতি আমার গভীর সমবেদনা জানাই এবং তাদের জন্য অসীম শক্তি কামনা করি। আমি জানি তুমি সবসময় তাদের সঙ্গেই থাকবে। শান্তিতে ঘুমোও দিয়োগো এবং আন্দ্রে (জোতার ভাই), আমরা সবাই তোমাদের খুব মিস করবো।’

দিয়েগো জোতার অকালমৃত্যুতে লিভারপুলসহ বিশ্বের বিভিন্ন ক্লাব, সতীর্থ এবং কোটি ভক্ত শোকাহত। ফুটবলের মাঠে যেমন পারফরম্যান্সে নজর কেড়েছেন, তেমনি ব্যক্তিত্বেও সবাইকে মুগ্ধ করেছেন এই পর্তুগিজ তারকা। লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ ছাড়াও জোতা জিতেছেন এফএ কাপ, কমিউনিটি শিল্ড ও দুটি কারাবাও কাপ। সম্প্রতি পর্তুগালের হয়ে উয়েফা নেশন্স লিগ জিতেছিলেন জোতা। এখন শুধুই স্মৃতি। এক দুর্ঘটনা, ফুটবল আর জীবন, সবকিছুর সীমানা পেরিয়ে গেলেন জোতা।