‘মনে হচ্ছে নিজের মায়ের ঘরে এসেছি’, ‘মা’ ছবির মুক্তির আগে কলকাতায় এসে আশীর্বাদ নিলেন কাজল

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: পরনে পিচ রঙা শাড়ি। উঁচু করে বাঁধা খোঁপা। কপালে টিপ। পরিমিত রূপটানেই সকলের নজর কাড়লেন প্রিয় নায়িকা। এমনিতে কলকাতার সঙ্গে তাঁর নাড়ির টান। তাই নিজের ছবির মুক্তির আগে শহরেই পুজো দিয়ে গেলেন কাজল। শীঘ্রই আসছে তাঁর নতুন ছবি ‘মা’। তার জেরেই বলিউড অভিনেত্রীর কলকাতায় আসা।

বৃহস্পতিবার সকালে মা ভবতারিণীর দর্শন করতে দক্ষিণেশ্বরে এসেছিলেন তিনি। নিষ্ঠাভরে পুজো দিলেন। প্রসাদ নিলেন। পেলেন মায়ের আশীর্বাদও। সংবাদমাধ্যমের মুখোমুখি হতেই তিনি বললেন, “কলকাতা এসে খুব ভালো লাগছে। আমার মায়ের উপর খুবই ভরসা আছে। মনে হচ্ছে যেন নিজের মায়ের ঘরে এসেছি। ছবির প্রমোশন শুরু করে দক্ষিণেশ্বরে মায়ের আশীর্বাদ নিতে এসেছিলাম। আশীর্বাদ পেয়ে গেছি।”

আগামী ২৭ জুন প্রেক্ষাগৃহে আসছে ‘মা’। পরিচালনায় বিশাল ফুরিয়া। পৌরাণিক কাহিনি ভিত্তিক এই ছবি নিয়ে বেশি আশাবাদী কাজল। তিনি বলেন, “এই ছবিটা আমার জীবন। ছবির নামটাও একেবারে যথোপযুক্ত। এটি একটি মাইথোলজিক্যাল ভৌতিক ছবি। একেবারেই ভিন্ন স্বাদের ছবি হতে চলেছে এটি। আশাকরি সকলের ভাল লাগবে।’

গত বছর কলকাতা এবং শান্তিনিকেতনে এসে ‘মা’য়ের শুটিং করেছিলেন কাজল। তখনও নিজের ‘মা’ তনুজা এবং ছেলেকে নিয়ে পুজো দিয়ে গিয়েছিলেন দক্ষিণেশ্বরে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *