ফের অঘটন মুখোপাধ্যায় বাড়িতে, শোকস্তব্ধ রানি-কাজলের পরিবার
এন্টারটেইনমেন্ট ডেস্ক: মুম্বইয়ের অভিজাত মুখোপাধ্যায় পরিবার। তবে বিগত কয়েক মাস ধরে যেন একের পর এক অঘটন হয়েই চলেছে। চলতি বছরেই প্রয়াত হয়েছেন অয়ন মুখোপাধ্যায়ের বাবা, দেব মুখোপাধ্যায়। এ বার চলে গেলেন পরিবারের আরও এক সদস্য।
বলিউডের এক সময়ের জনপ্রিয় মুখ ছিলেন শ্রাবণী মুখোপাধ্যায়। ‘বর্ডার’ সহ একাধিক ছবিতে দেখা গিয়েছে তাঁকে। একটা সময়ের পর স্বেচ্ছায় রুপোলি জগৎকে বিদায় জানান তিনি। এ বার বিদায় জানাতে হল নিজের বাবাকেও। প্রয়াত হলেন রনো মুখোপাধ্যায়। তিনিও এক সময়ে পরিচালনার দায়িত্ব সামলেছেন। চার দিনের মুখোপাধ্যায় পরিবারের দুর্গা পুজোকে জমজমাট করে রাখেন যিনি, বাবাকে হারিয়ে শোকস্তব্ধ সেই শ্রাবণী মুখোপাধ্যায়।

শ্রাবণীর খুড়তুতো ভাই অয়ন ও খুড়তুতো বোন হলেন তানিশা মুখোপাধ্যায়। কাকা রনোর শেষ সময়তে তানিশাই ছিলেন শ্রাবণীর পাশে। রানি মুখোপাধ্যায় এবং কাজলের সঙ্গেও বেশ ঘনিষ্ঠ সখ্য শ্রাবণীর। তবে রনো মুখোপাধ্যায়ের শেষকৃত্যে থাকতে পারেননি দুই অভিনেত্রী। কাজল এই সময় ব্যস্ত তাঁর আগামী ছবি ‘মা’-এর প্রচারে। অন্যদিকে রানি পরিবারের সঙ্গে ছুটি কাটাতে পাড়ি দিয়েছেন ভিন দেশে। শেষকৃত্যের সময় শ্মশানে যান ভাইপো অয়ন।