‘হিংসার বিরুদ্ধে রুখে দাঁড়ান, আমরাও হাল ছাড়ব না’, ক্যাফেতে খালিস্তানি হামলায় বার্তা কপিলের
এন্টারটেনমেন্ট ডেস্ক: মাত্র কয়েকদিন আগে কানাডার সারে শহরে নতুনভাবে পথচলা শুরু করেছিল কপিল শর্মা ও তাঁর স্ত্রী গিন্নি চত্রথের ক্যাফে ‘ক্যাপস ক্যাফে’র হাত ধরে । স্বপ্ন ছিল একটাই—একটা জায়গা যেখানে মানুষ আসবেন একটু আনন্দ, একটু চা-কফির মুহূর্ত ভাগ করে নিতে। কিন্তু সেই স্বপ্নে আচমকাই ভেঙে যাই গুলির শব্দে।

বুধবার গভীর রাতে, প্রায় ১টা ৫০ নাগাদ, এক ব্যক্তি গাড়ি থেকে বেরিয়ে একাধিক রাউন্ড গুলি চালায় ক্যাফের কাচের জানালার দিকে। ঘটনাস্থলে পুলিশ দ্রুত পৌঁছয়। ঘটনাচক্রে সেই সময় ক্যাফের ভেতরে কর্মীরা উপস্থিত থাকলেও, সৌভাগ্যবশত কেউ আহত হননি। যদিও ক্যাফের সামনে ফুটে উঠেছে ১০টি গুলির চিহ্ন।
এই হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ খালিস্তানি সংগঠন বাবর খালসা ইন্টারন্যাশনাল (BKI)-এর সদস্য হরজিৎ সিং লাড্ডি। তার দাবি, কপিল শর্মার কমেডি শো-এর একটি পর্বে নিহাং শিখদের পোশাক ও আচরণ নিয়ে করা মন্তব্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছিল। লাড্ডি আরও জানিয়েছে যে, তারা কপিল শর্মার ম্যানেজারের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনো সাড়া পাননি, যার ফলস্বরূপ এই হামলা।

এই ঘটনার পর ‘ক্যাপস ক্যাফে’ তাদের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বার্তা প্রকাশ করেছেন । তারা লিখেছে, ‘আমরা ক্যাপস ক্যাফে খুলেছিলাম উষ্ণতা, সম্প্রদায় এবং সুস্বাদু কফি ও বন্ধুত্বপূর্ণ কথোপকথনের মাধ্যমে আনন্দ ছড়িয়ে দেওয়ার আশায়। সেই স্বপ্নে হিংসার আগমন সত্যিই দুঃখজনক। আমরা এই ধাক্কা সামলানো কঠিন , কিন্তু আমরা সামলে নিচ্ছি। আমরা হাল ছাড়ব না।’ ক্যাফে কর্তৃপক্ষ তাদের সমর্থক এবং সারে ও ডেল্টা পুলিশকে তাদের দ্রুত প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ জানিয়েছে।এই ঘটনায় কপিল শর্মা এখনও সরাসরি মুখ না খুললেও, তাঁর ক্যাফের প্রতিক্রিয়াই বলে দিচ্ছে কতটা ব্যথিত ও স্তম্ভিত তিনি।
এই মুহূর্তে ‘দ্য কপিল শর্মা শো’ ফিরছে নতুনভাবে নেটফ্লিক্সে। তারই মাঝে এই ধাক্কা খুবই অপ্রত্যাশিত। ‘ভালো সময় আসবেই’—এই বিশ্বাসের ওপর দাঁড়িয়ে আবারও ঘুরে দাঁড়াতে চাইছেন কপিল। আজ নয়তো কাল, ক্যাফের ভেতর আবারও চায়ের কাপ ঠোকাঠুকি হবে, আবারও মানুষের মুখে ফিরবে হাসি।