‘আমি এই সিনেমাটা করার জন্য খুব অনুতপ্ত…’, কবীর সিং প্রসঙ্গে বিস্ফোরক আদিল হুসেন

0




শাহিদ কাপুর এবং কিয়ারা আডবাণী অভিনীত ‘কবীর সিং’ ছবিটি ২০১৯ সালে মুক্তি পায়। ছবিটি বক্স অফিসে বিরাট সাফল্য পেলেও, এই ছবি নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। ছবি মুক্তির অনেক বছর হয়ে গেলেও এখনও মাঝে মাঝেই উঠে আসে চর্চায়। সম্প্রতি আদিল হুসেন জানিয়েছেন এই ছবিতে অভিনয় করার জন্য তিনি অনুতপ্ত।

মিড-ডেকে দেওয়া এক সাক্ষাৎকারে আদিল হুসেন জানিয়েছেন যে, তিনি ছবির চুক্তিতে সই করার আগে সম্পূর্ণ চিত্রনাট্য পড়েননি, এমনকি তিনি ‘অর্জুন রেড্ডি’ (তামিল সংস্করণ যার উপর ‘কবীর সিং’ নির্মিত হয়েছিল) ছবিটি দেখেননি।

তাঁর কথায়, ‘আমি তখন নানা জায়গায় ঘুরছিলাম, তাই সম্পূর্ণ চিত্রনাট্য পড়ার বা মূল তেলগু সংস্করণটি দেখার সময় পাইনি।’

তিনি আরও জানান যে, প্রথমে তিনি কাজটি করতে চাননি। তিনি তাঁর ম্যানেজারকে তাঁর পারিশ্রমিক পাঁচগুণ বেশি বলতে বলেছিলেন। তবে, বিশেষ করে একটি দৃশ্য ছিল যা তাঁর মনে হয়েছিল যে সেটা দুর্দান্তভাবে লেখা হয়েছে এবং তাই তিনি শেষ পর্যন্ত ছবিটি করতে রাজি হয়ে যান। কিন্তু ছবিটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে অভিনেতার দৃষ্টিভঙ্গি পাল্টে যায়।

ছবিটি সম্পর্কে বলতে গিয়ে আদিল জানান যে, ছবিটি তাঁর ‘নারীবিদ্বেষী’ বলে মনে হয়েছে। অভিনেতার কথায়, ‘আমি যখন ছবিটা দেখেছিলাম, তখন আমার মনে হয়েছিল, ‘আমি কী করেছি?’

অভিনেতা জানান যে, একজন শিল্পী হিসেবে, এই ধরনের সিনেমার প্রস্তাব প্রত্যাখ্যান করা তাঁর দায়িত্ব। এমনকি তিনি জানিয়েছেন যে, তাঁর মহিলা বন্ধুরাও ছবিটি ভালো ভাবে গ্রহণ করেননি। অভিনেতা বলেন, ‘এটা সন্দীপ রেড্ডি ভাঙ্গা কী করেছেন তা নিয়ে নয়, এটা আমার দায়িত্ব। আমি না বলতে পারতাম। আমার অনেক মহিলা বন্ধুও বেশ হতাশ  হয়েছিলেন। আমি এই সিনেমাটা করার জন্য খুব অনুতপ্ত।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *