জন্মদিনে ‘যকের ধন’ খুঁজতে সোনার কেল্লায় কোয়েল! সঙ্গী কে?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: জন্মদিনে যেন অন্য মেজাজে কোয়েল মল্লিক। সোজা বেড়িয়ে পড়লেন ‘যকের ধনের’ সন্ধানে! তাও আবার ‘সোনার কেল্লায়’! হচ্ছে টা কী? বিষয়টা খোলসা করেই বলা যাক। ‘যকের ধন’ সিরিজের তৃতীয় পর্ব, ‘সোনার কেল্লায় যকের ধন’ নিয়ে ফিরছে আবারও সেই জনপ্রিয় ত্রয়ী। একসঙ্গে কোয়েল মল্লিক, পরমব্রত চট্টোপাধ্যায় এবং গৌরব চক্রবর্তী। সোমবার, অভিনেত্রীর জন্মদিনেই প্রকাশ্যে এল ছবির অফিশিয়াল মোশন পোস্টার।

একদিকে অ্যাডভেঞ্চার ফিল্ম, অন্যদিকে মনোবিজ্ঞানী ডাক্তার রুবি চট্টোপাধ্যায় এবং সঙ্গে বিমল ও কুমার থাকলেই দর্শকদের উত্তেজনার পারদ যেন চড়ে ওঠে। সত্যজিৎ রায়ের কালজয়ী ছবি ‘সোনার কেল্লা’ থেকে অনুপ্রাণিত হয়ে তাদেরকে নিয়েই এক নতুন গল্প ফেঁদে ফেলেছেন পরিচালক সায়ন্তন ঘোষাল।

‘সুরিন্দর ফিল্ম’ প্রযোজনা সংস্থার পক্ষ থেকে সোমবার প্রকাশ্যে এসেছে ছবির ঝলক। ক্যাপশনে লেখা, ‘সোনার কেল্লার প্রতিটি কোণে লুকিয়ে আছে শতাব্দীর পুরনো গোপন কথা…’, সেই ইতিহাস ঘাঁটতে হলে অপেক্ষা করতে হবে আগামী ৩০শে মে পর্যন্ত। রোমাঞ্চের জগতে যাওয়ার জন্য প্রস্তুত?

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *