লেকটাউনে যাওয়া নিয়ে পুলিশের আপত্তি! মেসি ম্যানিয়ায় ফুটছে শহর, স্বাগত জানাতে তৈরি তিলোত্তমা
আরও একবার শহর তিলোত্তমা তৈরি মেসি নস্ট্যালজিয়ায়। শনিবার আবেগে ভাসতে চলেছে কলকাতা। কারণ একটাই, শহরে আসবেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন রাজপুত্র। ২০১১ সালের পর দ্বিতীয়বার। শুক্রবার রাত ১টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পা রাখবেন মেসি।
শনিবার শুধুই থাকবে মেসি শো। সকালেই কলকাতার একটি পাঁচতারা হোটেলে রয়েছে ‘মিট-অ্যান্ড-গ্রিট’ অনুষ্ঠান।সকাল সাড়ে দশটায় যুবভারতীতে যাবেন মেসি। মোহনবাগান ‘মেসি’ অল স্টার বনাম ডায়মন্ড হারবার ‘মেসি’ অল স্টার ম্যাচের ফুটবলারদের সঙ্গে সাক্ষাতের সময় সকাল ১০টা ৫০ মিনিটে। শুধু তো মেসি নন, সেইসঙ্গে আসবেন লুই সুয়ারেজ ও রদ্রিগো ডি’পল।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলেই আমন্ত্রিত। সৌরভ গঙ্গোপাধ্যায় তো থাকছেনই, সেইসঙ্গে আমন্ত্রণ জানানো হয়েছে বাইচুং ভুটিয়া থেকে লিয়েন্ডার পেজকেও। থাকার কথা শাহরুখ খান-এরও। থাকবেন টলিউডের কলাকুশলীরাও। মেসির জন্য থাকছে নানা চমক, রাজকীয় সংবর্ধনার ব্যবস্থা। স্ত্রী আন্তোনেল্লার জন্য উপহার দেওয়া হবে শাড়ি। জানা গেছে, মেসির জন্য থাকবে ইলিশ, চিংড়ি, নলেন গুড়ের রসোগোল্লা ও মিষ্টি দই।মেসির আগমনের ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করে বিশেষ একটি জার্সি মেসির হাতে তুলে দেবে মোহনবাগান। ১৯১১ সালের ২৯ জুলাই ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়ে আইএফএ শিল্ড জয়ের বিশেষ জার্সি তুলে দেওয়া হবে।
নিজের ৭০ ফুটের উঁচু মূর্তি উন্মোচনের জন্য যুবভারতী থেকে লেকটাউনে যাওয়ার কথা ছিল ফুটবলের রাজপুত্রের। কিন্তু আর্জেন্টাইন মহাতারকার নিরাপত্তার কথা মাথায় রেখেই লেকটাউনে যাওয়ার অনুমতি দেয়নি পুলিশ। আর সেই কারণেই হোটেল থেকেই ভার্চুয়ালি নিজের মূর্তি উন্মোচন করবেন মেসি ।
১৩ ডিসেম্বর বিকেলেই কলকাতা থেকে হায়দরাবাদের উদ্দেশ্যে রওনা দেবেন মেসি। প্রাথমিকভাবে মেসির সফর সূচিতে ১৩ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে কলকাতা, মুম্বই এবং দিল্লি ছিল। পরবর্তীকালে এই তালিকায় শতদ্রু দত্ত উদ্যোগের পক্ষ থেকে হায়দরাবাদের নামও যোগ করা হয়েছে।
