প্রথমবার একসঙ্গে জনসমক্ষে কঙ্কনা, অমল! অসম প্রেমেই কি বসল সিলমোহর?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: জল্পনা তো আগে ছিলই। এ বার তাতেই যেন বসল সিলমোহর। সাত বছরের ছোট অমল পরাশরের সঙ্গে কি সত্যিই প্রেম করছেন অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা? জল্পনার মাঝেই অভিনেতার ওয়েব সিরিজ ‘গ্রাম চিকিৎসালয়’-এর স্পেশাল স্ক্রিনিংয়ে একফ্রেমে ধরা দিলেন তাঁরা। যদিও সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খোলেননি অমল অথবা কঙ্কনা কেউই।

তবে সম্প্রতি প্রথমবার দু’জনকে জনসমক্ষে একসঙ্গে দেখে অনুরাগীরা একপ্রকার সিলমোহর বসিয়েই দিয়েছেন প্রায়। নেটিজেনদের অনুমান, হয়তো শীঘ্রই আনুষ্ঠানিক ভাবে সবকিছু ঘোষণা করবেন তারকাজুটি। এ দিন ধূসর প্যান্টস্যুটে নজর কেড়েছিলেন কঙ্কনা। অন্যদিকে সাদা শার্ট এবং নীল ব্লেজারে সুদর্শন লাগছিলেন অমলও। দেখা হতেই একে অপরকে আলিঙ্গন করেন এবং ক্যামেরার সামনে পোজও দেন। ভিড়ের মাঝেও ছবিশিকারিদের স্পটলাইটে ছিলেন তাঁরাই।

প্রসঙ্গত, ২০১০ সালে অভিনেতা রণবীর শোরেকে বিয়ে করেন কঙ্কনা। ২০২০ সালে বিবাহবিচ্ছেদের পথে হাঁটলেও একমাত্র সন্তানের দায়িত্ব সামলাতে কখনই পিছপা হননি কঙ্গনা এবং রণবীর। এরই মাঝে ইন্ডাস্ট্রির অন্দরে কানাঘুষো প্রেমের গুঞ্জন কঙ্কনার সঙ্গে অমলের। ২০১৯ সালে ‘ডলি কিটি অর ওহ চমকতে সিতারে’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন চর্চিত জুটি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *