‘এই সম্পর্ক সহজে ভোলার নয়, আলিয়া জীবনের অংশ’, প্রাক্তন স্বামী অনুরাগ প্রসঙ্গে বললেন কল্কি

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: পথ আলাদা হলেও প্রাক্তন স্বামী অনুরাগ কশ্যপকে নিয়ে আজও সোজাসাপটা কল্কি কোয়েচলিন। পরিচালকের কন্যা আলিয়ার বিয়েতেও উপস্থিত হয়েছিলেন তিনি। যদিও এর জন্য কম কটাক্ষের শিকার হতে হয়নি তাঁকে। কিন্তু তাতে কী, নিজের অভিনয় দক্ষতা দিয়ে বরাবরই বিতর্ককে একহাত নিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আড্ডায় মাতেন কল্কি।

বেশ কিছু দিন সম্পর্কে থাকার পরে অনুরাগ কাশ্যপকে বিয়ে করেছিলেন তিনি। দাম্পত্য জীবন বেশি দিন স্থায়ী না হলেও প্রাক্তন স্বামীর সঙ্গে সখ্য বজায় রেখেছেন অভিনেত্রী। কল্কির মতে, দু’জন মানুষের মধ্যে সম্পর্ক ভেঙে গেলেও তাঁদের জড়িয়ে থাকা সমস্ত বাঁধনকে ছেঁড়া যায় না। তিনি বলেন, “বিচ্ছেদের অনেক বছর পেরিয়ে গিয়েছে। আমরা দু’জনেই নিজেদের মতো করে জীবনটাকে গুছিয়ে নিয়েছি।”

কল্কির কথায়, “কেবল একজন মানুষ নয়, এই ইন্ডাস্ট্রিতে এমন বহু মানুষ আছেন, যাঁরা আমাদের দু’জনেরই পরিচিত। হঠাৎ করেই তাঁদের সকলের সঙ্গে সম্পর্ক ভাঙা যায় না। একটা মানুষ, যাঁর সঙ্গে আমি জীবনের ছয় বছর কাটিয়েছি, তাঁর জন্য আরও নতুন ৩০০-৪০০ জন মানুষকে চিনেছি। তাঁদের সঙ্গে কীভাবে সম্পর্ক ভেঙে দেব? এই সম্পর্ক ভোলার নয় কখনই।”

এই প্রসঙ্গেই অনুরাগ-কন্যা আলিয়াকে নিয়ে বলতে গিয়ে কল্কি বলেন, “অনুরাগের জন্যে যে মানুষগুলো আমার জীবনে এসেছে, আলিয়াও তারই অংশ। কি অসাধারণ বিষয় তাই না? একটা মানুষের সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে আসছি, অথচ একটা নতুন মানুষের দুনিয়া আমার জীবনে রয়ে যাচ্ছে যাঁদের সঙ্গে আলাপ হয়েছে ওই মানুষটাকে ঘিরেই।”

 

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *