রাজের সঙ্গে সামান্থার প্রেমের গুঞ্জন, জল্পনার মাঝেই পোস্ট প্রাক্তন স্ত্রী, বাঙালি কন্যা শ্যামলীর

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ২০২১ সালে বিবাহবিচ্ছেদ, নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদ ভুলে নতুন সম্পর্কে জড়িয়েছেন সামান্থা রুথ প্রভু। গত কয়েক দিন ধরে এমনই জল্পনা চলছে সিনেদুনিয়ায়। বর্তমানে শোভিতা ধুলিপালাকে বিয়ে করে সংসার গুছিয়েছেন নাগা। এ বার কি নতুন করে জীবন শুরু করতে চলেছেন প্রাক্তন স্ত্রী সামান্থাও? উত্তর খুঁজে পাওয়ার আগেই জল্পনা উস্কে দিলেন অভিনেত্রীর চর্চিত ‘প্রেমিক’-এর প্রাক্তন স্ত্রী।

পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গেই নাকি প্রেম করছেন সামান্থা। তাঁদের শেয়ার করা ছবি দেখে সম্পর্কে প্রায় সিলমোহর বসিয়েই দিয়েছেন অনুরাগীরা। তবে সামান্থা বা রাজ কেউই এখনও কোনও মন্তব্য করেননি। এরই মধ্যে চর্চায় উঠে এলেন পরিচালকের প্রাক্তন স্ত্রী শ্যামলী দে।

বাঙালি পরিবারের মেয়ে শ্যামলী। ২০১৫ সালে রাজের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। ২০২২-এ তাঁদের বিচ্ছেদ হয়। মনোবিজ্ঞানের ছাত্রী হলেও কাজ করেছেন বিনোদন দুনিয়াতেও। রাজ এবং সামান্থার প্রেমের গুঞ্জনের মাঝেই সম্প্রতি নজর কাড়ল তাঁর ধোঁয়াশাজনক পোস্ট। তিনি লিখেছেন, ‘যাঁরা আমাকে নিয়ে ভাবেন, আমাকে দেখেন, আমাকে নিয়ে কথা বলেন, আমার বিষয়ে পড়েন ও লেখেন তাঁদের সকলকে আমার ভালবাসা ও শুভকামনা’। এই পোস্টে প্রত্যক্ষভাবে কারও নাম উল্লেখ না করলেও অনুরাগীদের নিশানায় রয়েছেন চর্চিত যুগলই।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *