৪১-এও ছুটবেন মেসি! মিয়ামিতে মায়া ছড়াবেন আরও অন্তত তিন বছর…হল নতুন চুক্তি

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: সব ঠিক থাকলে, আর্জেন্টাইন জাদুকরের ‘জাদু’ দেখা যাবে আরও অন্তত তিন বছর! মিয়ামিতে মায়া ছড়াবেন লিওনেল মেসি। নতুন কোনো জাদু দেখাতে বয়স কখনওই বাধা নয়। নতুন করে ইন্টার মিয়ামির চুক্তিপত্রে সই করে সেই কথাই যেন অস্ফুটে ভক্তদের বুঝিয়ে দিলেন লিওনেল মেসি।

বয়স যেন তার কাছে কেবলই একটি সংখ্যা। ৩৮ পেরিয়েছেন মাস কয়েক হলো। এরমধ্যে বার্তা দিলেন ৪১ বছর বয়সে ফুটবলের মাঠে থাকবেন লিওনেল মেসি। তারই ইঙ্গিত যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামির সঙ্গে নতুন তিন বছরের চুক্তি। ক্লাবের তৈরি হতে যাওয়া নতুন স্টেডিয়াম ফ্রিডম পার্কে বসে সম্পন্ন হয় চুক্তি। আগামী বছর থেকেই এটাই হবে ইন্টার মিয়ামির ঘরের মাঠ। সমাজ মাধ্যমে চুক্তির ভিডিও প্রকাশ করে ক্লাব লিখেছে, হি ইজ হোম (তিনি থাকছেন)।

ক্লাবের এক বিবৃতিতে ৩৮ বছর বয়সী মেসি বলেছেন, ‘এখানে থাকতে পেরে এবং এই প্রকল্পের সঙ্গে কাজ করে যেতে পেরে আমি সত্যিই খুশি। এই মিয়ামি ফ্রিডক পার্ক স্টেডিয়ামে খেলতে পারার স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে।’ মেসি আরও যোগ করেছেন, ‘মিয়ামিতে আসার পর থেকে আমি খুব খুশি, তাই এখানে চালিয়ে যেতে পেরে আমি সত্যিই আনন্দিত।’
২০২৩ সালের জুলাইয়ে পিএসজি থেকে মিয়ামিতে যোগ দেওয়ার পর দলটাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন মেসি। ২০২৩ সালে দলে যোগ দেওয়ার পরই বড় ভূমিকা রাখেন তিনি লিগস কাপ জয়ে, যা মিয়ামির প্রথম বড় ট্রফি। চলতি মরশুমে রয়েছেন দুর্দান্ত ফর্মে। মেজর লিগ সকারে (এমএলএস) গোল্ডেন বুট জিতেছেন। ইন্টার মিয়ামির ইতিহাসে প্রথম গোল্ডেন বুট বিজয়ী মেসি নিজেই। লিগে মিয়ামির হয়ে ২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট করেছেন। লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসির নামই রয়েছে। তাঁর উপস্থিতিতে ইন্টার মিয়ামির জনপ্রিয়তা যেমন বেড়েছে, তেমনি এমএলএস-এর দর্শক ও ব্যবসায়িক আগ্রহও রেকর্ড ছুঁয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *