অরিজিৎ সিং একাই নন, ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন বালুরঘাটের বাঙালি মেয়েও

২০২৪ সালের আগস্ট মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘স্ত্রী ২’। এই ছবিতে বাঙালি গায়িকার গলায় শোনা যায় ‘আজ কি রাত’ গানটি। দক্ষিণী অভিনেত্রী তমন্না ভাটিয়ার নাচের সঙ্গে এই গান সেই থেকেই তুমুল জনপ্রিয়। এই গানের জন্যই ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস পেয়েছেন বালুরঘাটের বাঙালি সঙ্গীতশিল্পী। কলকাতারই মেয়ে মধুবন্তী বাগচী এই গানেতেই পুরস্কার জিতে নেন এ বার। কিন্তু এখনও আম বাঙালি তাঁকে ততটা চেনেন না।
মধুবন্তী অবশ্য এখন মুম্বইতেই থাকেন। ‘আজ কি রাত’ এককথায় মধুবন্তীর কাছে বেক থ্রু। গত বছরের ২৪ জুলাই গানটার ভিডিও ইউটিউবে প্রকাশের পর রীতিমতো আলোড়ন তুলেছিল। গানটি ট্রেন্ডিংয়ের শীর্ষে ছিল। একটা গানই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। বলা যেতেই পারে, বলিউডে বাঙালি গায়ক-গায়িকার তালিকায় তিনি নবতম সংযোজন। মধুবন্তী বাগচী তৃতীয় শ্রেনিতে পড়ার সময়ই সঙ্গীতের তালিম নেওয়া শুরু করেন। শুভ্রা গুহর কাছে প্রশিক্ষণ নেওয়া শুরু। এরপর পূর্ণিমা চৌধুরীর কাছ থেকেও গানের তালিম নেন মধুবন্তী। মৃত্তিকা নামক একটি বাংলা ব্যান্ডের সঙ্গেও যুক্ত ছিলেন ফিল্মফেয়ারের মঞ্চে সেরা গায়িকার পুরস্কারপ্রাপ্ত মধুবন্তী বাগচী।
কলকাতায় দেব-শ্রাবন্তীর সিনেমা ‘শুধু তোমারই জন্য’র ‘এগিয়ে দে’ বা ‘শাহজাহান রিজেন্সি’র ‘কিচ্ছু চাইনি আমি’র জন্য মধুবন্তীকে চেনেন অনেকেই। বাংলায় যখন পরিচিত হতে শুরু করেছিলেন, তখন মধুবন্তী চলে যান মুম্বই শহরে। সেটা ২০১৮ সাল। একটা সময় সমাজ মাধ্যমেই ক্ষোভ উগড়ে মধুবন্তী লিখেছিলেন,‘একটা সময় ছিল যখন আমার বাংলা গান বেরোলেই মন খারাপ হয়ে যেত। কমেন্ট সেকশনে শুধু পড়তাম আমি ছাড়া আর কে গাইলে ভালো হতো। ভাগ্যিস! নিজের শহর আমাকে গ্রহণ করেনি বলেই, আমি শহরটা ছাড়তে বাধ্য হয়েছিলাম। তারপর পরিশ্রম করেছি। আর আজকে এমন একটা জায়গায় পৌঁছতে পেরেছি যে জাতীয় স্তরের ছবিতে আমার গান থাকছে আর তার জন্য আমি সম্মান পাচ্ছি।’ বালুরঘাটে জন্ম মধুবন্তী দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন সেন্ট টেরেসা-তে। এরপর ইলেভেন-টুয়েলভ এমপি বিড়লা-তে। ইলেভেন-টুয়েলভে পড়ার সময়ই স্কুল ব্যান্ডে গাইতে শুরু করেন গান। এরপরে হেরিটেজে ভর্তি হন ইঞ্জিনিয়ারিংয়ে, যাদবপুরে এমটেক করেন লেজার সায়েন্সে। এই সময়টা পড়াশোনার পাশাপাশি নিয়মিত গাইতে শুরু করেন বিভিন্ন ফেস্টে। বলিউডে মধুবন্তীর চলার মাটি শক্ত হওয়া শুরু হয়েছে ‘সিদ্দত’ সিনেমায় গেয়ে। সিনেমায় ‘বরবাদিয়া’ গানটি গেয়েছেন তিনি। বলিউডে গিয়ে ‘সায়াদ’, ‘বুর্জ খলিফা’, ‘বানসুরি’-এর মতো একাধিক বলিউড প্রজেক্টে কণ্ঠের জাদুতে মাত দিয়েছেন মধুবন্তী বাগচী। সমাজ মাধ্যমে পোস্ট করা গায়িকার গানগুলোও বেশ প্রশংসিত। অবশেষে পেলেন প্রাপ্য সম্মান। তাঁর জয়ে গর্বিত বাঙালি। অন্যদিকে, ‘লাপাতা লেডিজ’-এর গান ‘সজনি রে’র জন্য সেরা গায়কের পুরস্কার জেতেন অরিজিৎ সিং।