এন্টারটেইনমেন্ট ডেস্ক: একদিকে সিনেমায় কুণাল ঘোষের অভিষেক। অন্য দিকে বিতর্ক ভুলে অরিন্দম শীলের পরিচালনায় ফেরা, সব মিলিয়ে এই মুহূর্তে আলোচনায় পরিচালকের আসন্ন ছবি ‘কর্পূর’। এই ছবির গল্পও কিন্তু দর্শকদের উত্তেজনার পারদ চড়ানোর জন্য যথেষ্ট।
নয়ের দশকে ঘটে যাওয়া সেই বহু আলোচ্য ঘটনা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার মনীষা মুখোপাধ্যায়ের কথা মনে পড়ে? ১৯৯৭ সালে প্রায় ‘উবে’ গিয়েছিলেন তিনি। ঠিক যেন ‘কর্পূর’-এর মতো। তাঁর রহস্য আজও ভাবায় মানুষকে। সত্য ঘটনা অবলম্বনে একটি উপন্যাস লিখেছিলেন লেখিকা দীপান্বিতা রায়। নাম ‘অন্তর্ধানের নেপথ্যে’। সেই উপন্যাসের অবলম্বনেই নতুন ছবি তৈরির জন্য প্রস্তুত অরিন্দম। চমক রয়েছে ছবির কাস্টিংয়েও। প্রকাশ্যে ঝলক।
ছবিতে মুখ্য চরিত্র অর্থাৎ মনীষার চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এ দিন নতুন লুকে ধরা দিলেন অভিনেত্রী।পরিচালনার পাশাপাশি বিশেষ চরিত্রে থাকছেন অরিন্দম শীলও।সাদা শার্ট, গ্যালিস দেওয়া প্যান্ট, নতুন লুকে সাহেব ভট্টাচার্য ছবিতে লালবাজারের এক পুলিশ আধিকারিকের চরিত্রে দেখা যাবে ব্রাত্য বসুকে। কিন্তু নজর আটকালো কুণাল ঘোষের লুকে। বাম আমলের রাজনীতিক অনিল বিশ্বাসের বেশেই কি পর্দায় ধরা দেবেন তিনি? নাকি সব চরিত্র সত্যিই কাল্পনিক!টলিপাড়ায় নতুন জুটি নাকি? লহমা ভট্টাচার্য এবং অর্পণ ঘোষাল। একে বারে ভিন্ন চরিত্রে হয়তো অভিনেতাকে প্রথমবার দেখতে চলেছেন দর্শক। তবে অভিনেতার লুক ঠিক যতটা সাদামাটা, ঠিক ততটাই নজর কাড়ছেন লহমা। ছবির স্বার্থেই কি চুলের রং আদ্যোপান্ত বদলে ফেললেন তিনি? নতুন লুকে অভিনেত্রীকে দেখতে মুখিয়ে অনুরাগীরা।
একটি সংবাদমাধ্যমের সম্পাদকের চরিত্রে দেখা যাবে কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়কে। নিজ ভূমিকায় অনবদ্য তিনিও।এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রুমকি চট্টোপাধ্যায়, তপস্যা, শ্রীদীপ মুখোপাধ্যায়, সৌমিত্র ঘোষ, সৌমিতা বিশ্বাস, সঞ্জীব সরকার, সন্দীপ ভট্টাচার্য, প্রদীপ্ত রায়, প্রদীপ রাই, পায়েল রায়, কৌশিক-সহ অন্যান্যরা।