‘দয়া করে সব ভুলে ৯০ মিনিট দলের পাশে থাকুন’, সমর্থকদের অনুরোধ মোহন কোচ মোলিনার

সমর্থকদের জন্যই তো মোহনবাগান। মোহনবাগানকে সমর্থনের জন্যই সমর্থকরা। রাগ-অভিমান-ক্ষোভ-হতাশা সব ভুলে ক্লাবের, দলের লড়াইয়ের পাশে থাকতে আহ্বান জানালেন স্প্যানিশ কোচ হোসে মোলিনা। এ’বার দু’বার ডার্বিতে দু’বারই হারের মুখ দেখতে হয়েছে। তাই এক লক্ষ্যে দুই পাখি মারতে চান বাগানের হেডস্যার। হারের প্রতিশোধ সেইসঙ্গে ঐতিহ্যের শিল্ড জয়। দীপাবলিতে বাগানে আলো জ্বালাতে সমর্থকদেরই পাশে চাইলেন মোলিনা। এসিএল২-এর ম্যাচ খেলতে মোহনবাগান ইরানে না যাওয়া থেকে শুরু বিতর্ক। শেষ ম্যাচে ইউনাইটেড ম্যাচে পুলিশকে বিক্ষোভ সামলাতে লাঠিচার্জও করতে হয়। এই পরিস্থিতিতে মোহনবাগান সমর্থকদের একাংশ ডার্বি সহ মোহনবাগানের সব ম্যাচ বয়কটের ডাক দেন। মোলিনা সাংবাদিক সম্মেলনে বলেন, ‘সমর্থকরা অখুশি হলে সেটা কোনও দলের কাছেই ভালো না। সমর্থকরা আমাদের প্লেয়ারদের ট্রফি জিতিয়েছেন। সমর্থকরা সবসময় গুরুত্বপূর্ণ। ডার্বিতে ইস্টবেঙ্গল সমর্থকরা তাদের দলের হয়ে গলা ফাটাবেন। আমাদের ১০০ শতাংশ সমর্থক হয়তো থাকবে না। তাও আমি বলব, ৯০ মিনিটের জন্য সব ভুলে যান। দলকে সমর্থন করুন, সবাই মিলে কলকাতা ডার্বি জেতার চেষ্টা করি।’ তিনি এও বলেন, ‘আমরা ট্রফি জিততে চাই। আমি চাই সমর্থকরা মাঠে এসে আমাদের চ্যাম্পিয়ন হতে সাহায্য করুক। সবসময় ফ্যানরা গুরুত্বপূর্ণ। ডার্বিতে আরও গুরুত্বপূর্ণ।’ কোচের কথার সুর শুভাশিস বসুর গলাতেও। বলেছেন, ‘প্লেয়ার হিসেবে আমি সবসময় চাই, সমর্থকরা মাঠ ও মাঠের বাইরে আমাদের সমর্থন করুন। আমরা ফ্যান ও ক্লাবের জন্য ফুটবল খেলি । মাঠে ফ্যান থাকা মানে আমরা ম্যাচে বাড়তি এনার্জি দিতে পারি’।
রবসন রবিনহো আগে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর ছাত্র ছিলেন, তাই তাঁকে সে চেনেন। কিন্তু হিরোশির খেলা নিয়ে ধারণা নেই হোসে মোলিনার।হিরোশি প্রসঙ্গে মোলিনা বলেন, ‘হিরোশির খেলা আমরা দেখিনি। আমরা ওকে চিনি না। তাতে সমস্যা কোথায়? তবে জানি ও ভাল প্লেয়ার।’ সব বিতর্ক ভুলে রবিবার যে ডার্বি ও শিল্ড জয়ের লক্ষ্যে ঝাঁপাবে মোহনবাগান তা বুঝিয়ে দিয়েছেন ক্লোজড ডোর অনুশীলনেই।
