শেষসময় জ্বলে উঠল বাগান, পাঠচক্রকে ৫ গোল মোহনবাগানের, করণ রাইয়ের হ্যাটট্রিক
স্পোর্টস ডেস্ক: কলকাতা লিগে সুপার সিক্সে কি দেখা যাবে মোহনবাগানকে! পাঠচক্রকে ৫-২ গোলে হারিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। তাতে হ্যাটট্রিক করলেন করণ রাই। খাতায় কলমে এটাই ছিল গ্রুপ পর্বে মোহনবাগানের শেষ ম্যাচ।
নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে এদিন শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে বাগান। ৬ মিনিটের মাথাতেই মোহনবাগানকে এগিয়ে দেন পাসাং দোরজি তামাং। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৫ মিনিটে ডেভিড মোটলা পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরান পাঠচক্রকে। এরপরই ২৪ মিনিটে করণ রাই নিজের প্রথম গোল করে দলকে ফের এগিয়ে দেন। প্রথমার্ধের একেবারে শেষবেলায় বাগানের হয়ে ব্যবধান বাড়ান পীষূষ।
ম্যাচের দ্বিতীয়ার্ধেও বাগানের আক্রমণের ঝাঁঝ অব্যাহত থাকে। প্রথমে ৪৮ মিনিটে এবং তারপর ৬৫ মিনিটে পরপর দুটো গোল করলেন করণ রাই। আর সেইসঙ্গে নিজের হ্যাটট্রিক পূরণ করেন তিনি। এরপর ম্যাচের ৬৯ মিনিটে কিছুটা হলেও সম্মান বাঁচায় পাঠচক্র। একটা গোল তারা শোধ করে। কিন্তু, ম্যাচের ফলাফল তাতে একেবারেই বদলায়নি। অবশেষে ৫-২ গোলে হই-হই করে জয়লাভ করে মোহনবাগান। পাঠচক্রকে হারিয়ে ১০ ম্যাচে ১৭ পয়েন্ট মোহনবাগানের। লিগ টেবিলে তারা রয়েছে পঞ্চম স্থানে। বর্তমান সূচি অনুযায়ী, পাঠচক্র ম্যাচটাই গ্রুপে মোহনবাগানের শেষ ম্যাচ।যদিও ‘সুপার সিক্স’-এ খেলার আশা কার্যত ক্ষীণ। কারণ বিতর্কিত মেসারার্স ম্যাচ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে মরশুমটা ভাল শুরু করেও শেষ পর্যন্ত সুপার সিক্স অধরা থেকে গেল পাঠচক্রের কাছে। শেষ তিনটি ম্যাচই হেরেছে তারা। কোচ পার্থ সেনের আকস্মিক প্রয়াণের পরই যেন ছন্দ হারায় পাঠচক্র। দিনের আর এক ম্যাচে বি গ্রুপের ম্যাচে আটকে গিয়েছে ডায়মন্ড হারবার এফসি। তারা ২-২ গোলে ড্র করেছে রেনবো এসির সঙ্গে।
ম্যাচের দ্বিতীয়ার্ধেও বাগানের আক্রমণের ঝাঁঝ অব্যাহত থাকে। প্রথমে ৪৮ মিনিটে এবং তারপর ৬৫ মিনিটে পরপর দুটো গোল করলেন করণ রাই। আর সেইসঙ্গে নিজের হ্যাটট্রিক পূরণ করেন তিনি। এরপর ম্যাচের ৬৯ মিনিটে কিছুটা হলেও সম্মান বাঁচায় পাঠচক্র। একটা গোল তারা শোধ করে। কিন্তু, ম্যাচের ফলাফল তাতে একেবারেই বদলায়নি। অবশেষে ৫-২ গোলে হই-হই করে জয়লাভ করে মোহনবাগান। পাঠচক্রকে হারিয়ে ১০ ম্যাচে ১৭ পয়েন্ট মোহনবাগানের। লিগ টেবিলে তারা রয়েছে পঞ্চম স্থানে। বর্তমান সূচি অনুযায়ী, পাঠচক্র ম্যাচটাই গ্রুপে মোহনবাগানের শেষ ম্যাচ।যদিও ‘সুপার সিক্স’-এ খেলার আশা কার্যত ক্ষীণ। কারণ বিতর্কিত মেসারার্স ম্যাচ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে মরশুমটা ভাল শুরু করেও শেষ পর্যন্ত সুপার সিক্স অধরা থেকে গেল পাঠচক্রের কাছে। শেষ তিনটি ম্যাচই হেরেছে তারা। কোচ পার্থ সেনের আকস্মিক প্রয়াণের পরই যেন ছন্দ হারায় পাঠচক্র। দিনের আর এক ম্যাচে বি গ্রুপের ম্যাচে আটকে গিয়েছে ডায়মন্ড হারবার এফসি। তারা ২-২ গোলে ড্র করেছে রেনবো এসির সঙ্গে।
