নিরাপত্তা ইস্যু! তাই ইরান নয়, ক্রীড়া আদালতের দ্বারস্থ মোহনবাগান, খেলবে আইএফএ শিল্ড
স্পোর্টস ডেস্ক: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ -এ সেপাহান এফসির বিরুদ্ধে ম্যাচ খেলতে শনিবারই ইরান উড়ে যাওয়ার কথা মোহনবাগানের। কিন্তু তা হল না। মোহনবাগান সুরাহা চাইতে চলে গেল ক্রীড়া আদালতে। বিদেশি ফুটবলাররা খেলতে যেতে অস্বীকার করে নিরাপত্তার কারণ দেখিয়েই। জানা গেছে, জেসন কামিন্স, ম্যাকলারেন, পেত্রাতোসদের মতোই বাকি তিন বিদেশি ফুটবলারও ইরান যাওয়ার ব্যাপারে আপত্তি জানিয়েছেন। একই যুক্তি ছিল দেশীয় ফুটবলারদেরও। ক্লাবের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘খেলোয়াড়, কর্মকর্তা এবং সহায়ক কর্মীদের নিরাপত্তার বিষয়টিকেই অগ্রাধিকার দেয় ক্লাব। আমাদের খেলোয়াড় এবং তাঁদের পরিবার ইরান সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।’
পাশাপাশি জানানো হয়েছে, কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট (CAS)-এর দ্বারস্থ হচ্ছে মোহনবাগান। ম্যাচ ৩০ সেপ্টেম্বর। ফলে আগামী তিন দিনের মধ্যে ক্যাস সিদ্ধান্ত নিতে পারবে কি না তা বোঝা যাচ্ছে না। এর আগে ইরান যাত্রায় ভিসা নিয়ে সমস্যা তৈরি হয়েছিল সবুজ মেরুন বিদেশি ফুটবলারদের।জটিলতার কথা জানিয়ে এএফসি’র কাছে ভেন্যু বদলের আবেদনও তাঁরা করেছিল বলে খবর ৷ কিন্তু মোহনবাগানের সেই আবেদন প্রত্যাখ্যান হয়ে যায়। এরপর আসরে নেমে বাগান বিদেশিদের ভিসা মঞ্জুর করানোর উদ্যোগ নেয় খোদ সেপাহান এসসি ম্যানেজমেন্ট৷ ভিসা সমস্যা দূরও হয়৷ কিন্তু এরপরই মাথা চাড়া দেয় নিরাপত্তার কারণ।এমনিতেই পশ্চিম এশিয়ার পরিস্থিতি অনেকদিন ধরেই অশান্ত। এই সমস্যা প্রথম নয়। গতবারও একই সমস্যার মুখে পড়তে হয়েছিল মোহনবাগানকে। ট্রাক্টর এফসি ম্যাচ খেলতে যাওয়ার আগেই যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় সেবার ইরানে যায়নি মোহনবাগান। ফুটবলারদের নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হয়। দলের ফুটবলারদের সই করা চিঠি পাঠানো হয় ফেডারেশনকে। যদিও এসিএল ২-এর বাকি ম্যাচে আর খেলা হয়নি সবুজ মেরুন ব্রিগেডের।
এদিকে ইরান না গেলেও আইএফএ শিল্ড খেলবে মোহনবাগান। এর আগে শিল্ডে প্রথম দল খেলানো নিয়ে সংশয়ে ছিল বাগান, কিন্তু শেষ পর্যন্ত কোচের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রথম দল নিয়েই শিল্ড খেলবে তারা। কোচ মোলিনা সুপার কাপের প্রস্তুতি হিসাবে এই ম্যাচকে নিতে চান বলে জানা গিয়েছে। প্রসঙ্গত এই বছর শিল্ডে খেলবে ইস্টবেঙ্গলও।