বাগানে নির্বাচনি হাওয়া, বোস বনাম দত্ত লড়াইয়ের প্রহর গোনা শুরু

0


বাগানে লিগ শিল্ড জিতে যতই বসন্তের সুখের হাওয়া বয়ে যাক, তত সুখ নেই বাগানে, শান্তিও নেই। মোহনবাগান নির্বাচন আসন্ন। দত্ত বনাম বোস লড়াই ঘিরে ক্রমশ বাড়ছে উত্তাপ। পরবর্তী তিন বছর বাগানে ফুল ফোটানোর দায়িত্ব নেবেন কে, তা নিয়েই সরগরম বাগান। দেবাশিস দত্ত বৃহস্পতিবারই দায়িত্ব ছাড়লেন।অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটির হাতে ক্ষমতা হস্তান্তর করল বর্তমান শাসক গোষ্ঠী। বৃহস্পতিবারই দেবাশিস দত্তের কার্যকরী কমিটি শেষবারের মতো বৈঠক সারল। ক্লাবের সচিব দেবাশিস দত্ত জানান, এবার এই কমিটিই মোহনবাগানের নির্বাচনের দিনক্ষণ স্থির করবে। চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের সঙ্গে কমিটিতে রয়েছেন কলকাতা হাই কোর্টের তিন বিচারপতি শৌভিক মিত্র, অভিষেক সিংহ এবং বিশ্বব্রত বসু মল্লিক। এছাড়াও বোর্ডে রয়েছেন অনুপ কুমার মণ্ডল।  প্রত্যেকেই মোহনবাগানের সদস্যও। ক্ষমতা হস্তান্তর হওয়ার পরে নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত নেবে পাঁচ সদস্যের এই কমিটিই।  মোহনবাগানের বার্ষিক সভা থেকেই নির্বাচনের দাবি জোরদার হতে থাকে। সেদিনই হাতাহাতি থেকে চেয়ার ছোঁড়াছুড়িতেই বোঝা যায় এবার উত্তপ্ত হয়ে উঠবে মোহনবাগান। মোহনবাগানের বার্ষিক সাধারণ সভায় প্রাক্তন সচিব সৃঞ্জয় বোস-সহ বেশ কিছু সদস্য নির্ধারিত সময়ে নির্বাচন করানোর দাবি তোলেন। সেদিনই ক্লাবের তরফে জানিয়ে দেওয়া হয়, দ্রুত কমিটির বৈঠক ডেকে নির্বাচনী বোর্ড গঠন করা হবে। পরের কার্যকরী কমিটির সভায় পাঁচ সদস্যের বোর্ড গঠনের কথা জানানো হয়। সেসময় নাম প্রকাশ করা হয়নি। সেই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল প্রাক্তন সচিব সৃঞ্জয় বসুকেও। তিনি হাজিরও ছিলেন সেখানে। সেদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ২০ মার্চ সমস্ত ক্ষমতা হস্তান্তর করা হবে এই কমিটিকে। এদিন তাই হল। দেবাশিস দত্ত বলেন, ‘সবার উপস্থিতিতে নির্বাচনী বোর্ড গঠন করা হয়েছে। আমরা আজই বোর্ডের হাতে দায়িত্ব তুলে দিলাম। কীভাবে নির্বাচন হবে, কবে হবে সব এই বোর্ড ঠিক করবে।’ নির্বাচন প্রক্রিয়া শুরু হতে যাওয়ায় স্বভাবতই বিরোধীদের মধ্যে খুশির হাওয়া। এদিন মাঠে উপস্থিত ছিলেন সৃঞ্জয় বসুও। নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ায় উন্মাদনার শুরু সৃঞ্জয় অনুগামীদের।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *