কেকেআরের ডেরায় ‘কোহলি’ গর্জন, ইডেনে উচ্ছ্বাস বিরাট ভক্তদের

0


কার ঘরের মাঠ বোঝা মুশকিল। ইডেন সেজে উঠেছে রিঙ্কু-রাহানে-রাসেলদের কাটআউটে। কিন্তু বাইরে শুধুই ‘বিরাট’ গর্জন। আসলে ‘কিং’ একজনই। তিনি বিরাট কোহলি।
বৃহস্পতিবারের ইডেন শুধু কোহলিময়। ক্যামেরার ফোকাস শুধুই তাঁর দিকে। দুপুর থেকেই ইডেনের সামনে ভিড় জমাতে শুরু করেন কোহলি ভক্তরা।

বিকেল হতেই থিকথিকে ভিড়। অপেক্ষার অবসান ঘটল বিকেল ৫.১৫ মিনিটে। ইডেনে আসে আরসিবি দলের টিম বাস। কোহলি নামতেই গর্জন শুরু। ক্লাব হাউসের এক নম্বর গেট দিয়ে বিরাট কোহলি ইডেনে প্রবেশ করলেন নিজস্ব স্টাইলেই কানে হেডফোন দিয়ে। মাঠে নামলেন অবশ্য সকলের শেষে। না, কোনও ওয়ার্ম আপ করলেন না। প্রথমে কিছুক্ষণ চলে থ্রো ডাউন। এরপর সরাসরি নেটে ব্যাট হাতে প্রবেশ করলেন বিরাট কোহলি। অন্যদিকে তখন কেকেআরের অনুশীলনও চলছিল। কিন্তুু বৃহস্পতির ইডেনে ভিড় শুধু কোহলিমুখী। শুরু হয়ে যায় স্লোগান, ‘যব তক সূরজ চান্দ রহেগা, বিরাট তেরা নাম রহেগা।’ বিরাট কোহলি মনোযোগ দিয়েই অনুশীলন সারলেন। হ্যাজেলউড, ভুবনেশ্বর কুমারদের বিরুদ্ধে শট নিলেন। খেললেন স্পিনও। স্টেপ আউট করতেও দেখা যায়। টানা আধঘণ্টা নিজস্ব স্টাইলেই ব্যাটিং করলেন। আইপিএল ট্রফি একবার ছুঁতে এবার যে শুরু থেকেই সিরিয়াস দেখলেই বোঝা যায়। ২২ মার্চ আইপিএলের বোধন। মুখোমুখি হবে অজিঙ্ক রাহানের কেকেআর ও রজত পাতিদারের আরসিবি। তবে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে যে বিরাট কোহলি থাকবেন, বৃহস্পতির বিকেল সে কথাই জানান দিয়ে দিল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *