ইরানে খেলতে যাবে মোহনবাগান! তার আগে চার ফুটবলারকে নিয়ে চিন্তা বাড়ল ম্যানেজমেন্টের
স্পোর্টস ডেস্ক: এএফসি চ্যাম্পিয়নস লিগ ২-এর লক্ষ্যেই এবার দল গুছিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। শুধু এই টুর্নামেন্টে ভাল খেলার লক্ষ্যেই জাতীয় দলেও ফুটবলার ছাড়েনি। ডার্বি হেরে ডুরান্ড কাপ থেকে বিদায় নেওয়ার পর গত ছয় সপ্তাহ ধরে এএফসির জন্য প্রস্তুতি নেন মোলিনা। বেশিরভাগই রুদ্ধদ্বার। হয়েছে প্রস্তুতি ম্যাচও। অথচ সেই টুর্নামেন্টেই শুরুতেই খারাপ পারফরম্যান্স হতাশ করেছে সবুজ মেরুন ভক্তদের। ঘরের মাঠে তুর্কমেনিস্তানের আহল এফকে-র বিরুদ্ধে হার দিয়ে শুরু। ফিফা ব়্যাঙ্কিংয়ে ভারতের নীচে থাকা দলের বিরুদ্ধে সাহসী ফুটবল খেলাতে পারেনি মোলিনা।
প্রশ্ন ওঠে মোলিনার খেলানোর ধরণ নিয়েও। কারণ, জেমি ম্যাকলারেন, দিমিত্রি পেত্রাতোস, রবসন রবিনহোকে বেঞ্চে রাখেন তিনি। এখান থেকেই যখন ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন সমর্থকরা, তখন আর এক সমস্যায় ফাঁসতে চলেছে মোহনবাগান। কারণ, পরের ম্যাচ অ্যাওয়ে। ইরানের সেপাহান এসসির বিরুদ্ধে ম্যাচ। কারণ ইরানে ম্যাচ খেলতে যাওয়ার আগে চার ফুটবলারের ভিসা পাওয়া নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে মোহনবাগানে ৷ জেসন কামিন্স, দিমিত্রি পেত্রাতোস, টম আলড্রেড এবং জেমি ম্যাকলারেন যুক্তরাজ্য বা অস্ট্রেলিয়ার পাসপোর্টে ভারতে এসেছেন৷কারণ রাজনৈতিক কারণে যুক্তরাজ্য বা অস্ট্রেলিয়ার নাগরিকরা সহজে ইরানের ভিসার অনুমতি পান না। ফলে, আবেদন করলেও তা বাতিলই হওয়ার সম্ভাবনা বেশি।
ফলে, চার বিদেশিকে রেখে খেলতে গেলে, বাগান যে শুরু থেকেই পিছিয়ে থাকবে তা বলাই যায়। তেহরানে ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার আবহে সেদেশে খেলতে যায়নি মোহনবাগান। তখনও ঠিক টালবাহানার সময় একই সমস্যা তৈরি হয়েছিল সবুজ মেরুনে। শেষপর্যন্ত এই চার ফুটবলার খেলতে যেতে পারলে, বিকল্প পাওয়াও মুশকিল এখন মোলিনার।শোনা যাচ্ছে টিম ম্যানেজমেন্ট বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধানের পথ খুঁজছে। তবে আশার কথা একটাই, চোট সারিয়ে ফিট হয়ে সেপাহান ম্যাচে ফিরছেন মনবীর সিং। প্রথম ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টের মত সেপাহান জর্ডনের আল হুসেইনের কাছে হেরেছে৷ ফলে, ঘরের মাঠে জিততে মরিয়া হয়ে উঠবে প্রতিপক্ষ, অন্যদিকে ভিসা সমস্যা মেটাতেই আপাতত জেরবার মোহনবাগান ম্যানেজমেন্ট।