পুজোর হাওয়ার তোড়ে ধরাশায়ী টিআরপি! এক ধাক্কায় কমল নম্বর
এন্টারটেইনমেন্ট ডেস্ক: উৎসবের আমেজ গায়ে লাগতেই কি ধারাবাহিক অতীত! চলতি সপ্তাহে বাংলা ধারাবাহিকের নম্বর দেখে সেই আশঙ্কাটাই জাগছে। এক ধাক্কায় নেমেছে বহু ধারাবাহিকের টিআরপি নম্বর।
বহু দিন পরে প্রথমে উঠে এসেছিল ‘পরিণীতা’। এ বারে আবার একই অবস্থা! গত সপ্তাহে এই ধারাবাহিকের নম্বর ছিল ৬.৯। আর এই সপ্তাহে তা নেমে ৬.৩। তালিকার দ্বিতীয় স্থানে নেমে এসেছে এটি। একই সঙ্গে রয়েছে ‘রাজরাজেশ্বরী রানী ভবাণী’। বরং হারানো জায়গা ফিরে পেয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’। পেয়েছে ৬.৫।
৬.৪ থেকে ৬.১, তালিকার তৃতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’। চতুর্থ স্থানে একইসঙ্গে ‘ফুলকি’ ও ‘রাঙামতী তিরন্দাজ’। উভয়েরই প্রাপ্ত নম্বর ৬.০। চলতি সপ্তাহে প্রথম পাঁচে দেখা যাচ্ছে আরও একটি নতুন ধারাবাহিকের নাম। শুরুর দিকে টিআরপি তালিকায় এই ধারাবাহিক সে ভাবে জায়গা করে নিতে পারেনি প্রতীক সেনের ‘আমাদের দাদামণি’। অবশেষে শিকে ছিঁড়ল। এই সপ্তাহে পাঁচ নম্বরে রয়েছে এটি। ৫.৮ পেয়ে একই স্থানে রয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’।
