জল্পনাই সত্যি হল, এ বার পুজোতে রিলিজ করছে অনীক দত্তের ‘যত কাণ্ড কলকাতাতেই’!
এন্টারটেইনমেন্ট ডেস্ক: এ বারের পুজোয় আসছে অনীক দত্তর নতুন ছবি—‘যত কাণ্ড কলকাতাতেই’। শুক্রবার প্রকাশ পেল ছবির অফিশিয়াল মোশন পোস্টার। চেনা শহর, চেনা গন্ধ, কিন্তু তার ভিতরে লুকিয়ে আছে কত অজানা গল্প, কত না বলা কথা।
ফ্রেন্ডস কমিউনিকেশন প্রযোজিত এই ছবিটি তাদের অনীক দত্তর সঙ্গে তৃতীয় কাজ। এর আগে তারা দর্শককে উপহার দিয়েছে ‘মেঘনাদবধ রহস্য’ এবং সত্যজিৎ রায়ের জীবন অবলম্বনে তৈরি আলোচিত ছবি ‘অপরাজিত’। প্রতিবারই ফ্রেন্ডস কমিউনিকেশন চেষ্টা করেছে দর্শকদের নতুন কিছু দিতে, যেখানে গল্প বলার ধরন থেকে শুরু করে বিষয়বস্তু, সবকিছুতেই থাকে এক স্বতন্ত্র ছাপ। ‘যত কাণ্ড কলকাতাতেই’ সেই ধারাই বজায় রাখবে বলে আশা করা যায়।
ছবির কেন্দ্রে থাকছে দুই চরিত্র—তোপসে আর সাবা। তোপসের ভূমিকায় থাকছেন আবীর চট্টোপাধ্যায়, আর সাবার চরিত্রে কাজী নওশাবা আহমেদ, এক নতুন মুখ, এক নতুন রহস্যের সঙ্গী। একসাথে তাঁরা খুঁজে বেড়াবেন এমন কিছু, যা সময়ের গায়ে জমে থাকা ধুলো সরিয়ে সামনে নিয়ে আসবে গল্প, সম্পর্ক আর ইতিহাস। মোশন পোস্টারে চোখ রাখলেই বোঝা যায়, এখানে কিছু লুকোনো আছে। যেন কলকাতার প্রতিটা অলিতে গলিতে লুকিয়ে রয়েছে এক একটা ক্লু—পুরনো শহরের গন্ধ, পুরনো স্মৃতির ছায়া, আর তার সঙ্গে জড়িয়ে থাকা নতুন ধাঁধা।
প্রযোজক ফিরদৌসুল হাসান জানালেন, ‘এই ছবি আমাদের তৃতীয় কাজ অনীক দার সঙ্গে। আগের ছবির মতোই এবারও কলকাতাই মূল চরিত্র। পোস্টারটা যেন একরকম শ্রদ্ধা আমাদের শৈশবের সেই ছোট ছোট জিগস পাজলগুলোর প্রতি।’
‘যত কাণ্ড কলকাতাতেই’—নামটা শুনেই কৌতূহল জাগে। আর মোশন পোস্টার সেটাকে আরও বাড়িয়ে দিল অনেকখানি। ছবিটা শুধু রহস্য নয়, সম্পর্কের, নস্ট্যালজিয়ার, আর শহরের গল্পও বটে।