‘সৃজিতের সঙ্গে কাজ করার ইচ্ছে’, বাংলা ছবিতে কবে দেখা যাবে মৌনীকে?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: দীর্ঘ দিন প্রবাসী হলেও বাংলার সঙ্গে তাঁর নাড়ির টান। মুম্বইয়ের পাশাপাশি বাংলাতেই টেলিভিশন জগতের বেশ পরিচিত মুখ মৌনী রায়। জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’ রিয়্যালিটি শোয়ের বিচারকের আসনে দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি বাংলাতেই অভিনেত্রীর কাজকে স্বীকৃতি জানিয়ে বিশেষ ভাবে সম্মানিত করা হল তাঁকে।
বাংলার রিয়্যালিটি শোয়ে তো নজর কেড়েছেন, কলকাতার ইন্ডাস্ট্রিতে কবে দেখা যাবে অভিনেত্রীকে? শহরের একটি অনুষ্ঠানে জিজ্ঞেস করা হয়ছিল মৌনীকে। প্রশ্ন করতেই তাঁর উত্তর, “ছবির প্রস্তাব পাঠিয়ে তো দেখুন। ভাল চিত্রনাট্য পেলেই বাংলায় কাজ করব।” কোন পরিচালকের সঙ্গে কাজ করতে চাইবেন মৌনী? নায়িকার সাফ জবাব, “সৃজিতদার (মুখোপাধ্যায়) সঙ্গে কাজ করতে চাইব।” ইন্ডাস্ট্রির মধ্যে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও বেশ সখ্য তাঁর। তাঁদের বন্ধুত্বের নিদর্শন সমাজমাধ্যমেও স্পষ্ট। রাজ চক্রবর্তীর সঙ্গে কাজ করবেন না অভিনেত্রী? মৌনী বলেন, “অবশ্যই। তাঁর সঙ্গেও করব। শুভশ্রী আমার খুব ভাল বন্ধু এবং অসাধারণ অভিনেত্রী। আমার খুব গর্ব হয় ওর জন্য।”
এ দিন কাশ্মীর প্রসঙ্গেও দুঃখ প্রকাশ করেন মৌনী। তাঁর কথায়, “যা ঘটছে ওখানে, তা অত্যন্ত হৃদয় বিদারক। আমি কাশ্মীর নিয়ে অনেক খবর দেখছি, পড়ছি। এটাই বলব, এই ঘটনা অত্যন্ত বেদনাদায়ক।”