মুকেশের বোলিং, অভিষেকের শতরানে বিজয় হাজারেতে জয়ে ফিরল বাংলা, হারাল চণ্ডীগড়কে

0

অভিষেকের ঝকঝকে শতরান। বিজয় হাজারে ট্রফিতে চণ্ডীগড়ের বিশাল রান টপকে জয় পেল বাংলা দল। বল হাতে ফাইফার মুকেশ কুমার। প্রথমে ব্যাট করে চণ্ডীগড় সবকটি উইকেট হারিয়ে তোলে ৩১৯ রান। জবাবে বাংলা ১৪ বল হাতে রেখেই ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। ৬ উইকেটে জয় পায় বাংলা। বড় রান তাড়া করতে নেমে অসাধারণ শুরুটা করেন অভিষেক পোড়েল ও অভিমন্যু ঈশ্বরণ। জুটিতে ওঠে ৮৮ রান। অভিমন্যু করেন ২৫ রান। এরপর অভিষেক জুটি গড়েন সুদীপ কুমার ঘরামির সঙ্গে। যদিও সুদীপ ১৭ রানের বেশি করতে পারেননি। এরপর অনুষ্টুপ মজুমদার ও অভিষেক বড় ইনিংস খেলেন। মাত্র ৮৪ বলে ১০৬ রানের ঝকঝকে ইনিংস বাংলাকে অনেকটাই এগিয়ে দেয়। এরমধ্যে অভিষেক মেরেছেন ১২টি চার ও ২টি ছয়। অভিষেক ফিরলে, অনুষ্টুপ মজুমদার ও শাহবাজ আহমেদ জুটি জয়ের কাছাকাছি নিয়ে চলে যায় বাংলাকে। অনুষ্টুপ ৭০ বলে ৬৩ রানে আউট হন। এরপরহ শাহবাজ, সুমন্তকে নিয়ে জয় এনে দেন। শাহবাজ শেষপর্যন্ত ৬১ বলে ৭৬ রানে অপরাজিত থাকেন। এরমধ্যে ৮ চার ও ১ ছক্কা রয়েছে। পাশাপাশি সুমন্ত ১৫ বলে ২২ রানে অপরাজিত ছিলেন। বাংলা ৪৭.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩২০ রান তুলে ফেলে।

এর আগে বল হাতে মুকেশ কুমার সফল। বাংলার হয়ে ৫ উইকেট নেন তিনি। বাকি দুটি উইকেট নেন অর্ধশতরান করা শাহবাজ আহমেদ। তিনটি উইকেট নেন ভারতীয় দলে ব্রাত্য তারকা মহম্মদ শামি। তিনি ৯.২ ওভারে ৬৯ রান দিয়ে ৩ উইকেট নেন। উইকেট পাননি আকাশ দীপ। চণ্ডীগড়ের ইনিংসে দুরন্ত সেঞ্চুরি করেন অধিনায়ক মনন ভোরা। ১২৭ বলে ১২২ রানের ইনিংস খেলেন তিনি। এরমধ্যে ৯টি চার ও ২টি ছয়।

এই জয়ে তিন ম্যাচে ৮ পয়েন্ট হল বাংলার। এরমধ্যে এসেছে দুটি জয় ও ১টি হার। বিজয় হাজারের এলিট বি-তে বাংলা রয়ছে পঞ্চম স্থানে। বুধবার বাংলার পরবর্তী প্রতিপক্ষ জম্মু ও কাশ্মীর।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *