ধূসর চুলে, সুটে সুসজ্জিত, জেআরডি টাটা লুকে ‘নাসিরুদ্দিন শাহ’, কী গল্প!

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ২০২৪ -এর অক্টোবরে দেশের শিল্পমহল হারিয়েছে এক প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব রতন টাটাকে । তাঁর প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে টাটা গোষ্ঠী-সহ সমগ্র শিল্পমহলে।
১৯৮০-র দশকে যখন ভারত এক শিল্প বিপ্লবের দোরগোড়ায়, ঠিক তখনই কিছু দূরদর্শী মানুষের হাত ধরে শুরু হয় এক নতুন দিগন্ত। সেই স্বপ্নকে বাস্তব রূপ দিয়েছিলেন ‘ভারতীয় শিল্পের জনক’, দূরদর্শী জে.আর.ডি. টাটা এবং তার সঙ্গী জারক্সেস দেশাই। এ বার সেই গল্পই আসছে পর্দায়, ‘মেড ইন ইন্ডিয়া – আ টাইটান স্টোরি’ নামের এক নতুন বায়োগ্রাফিক্যাল সিরিজে।

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ, এ বার তিনি পর্দায় রূপ দিচ্ছেন ভারতের অন্যতম প্রভাবশালী শিল্পপতি এবং ভারতরত্ন জেআরডি টাটাকে। ধূসর চুলে, সুটে সুসজ্জি, শান্ত দৃষ্টি রূপে দেখা যাচ্ছে তাঁকে। আমাজন এমএক্স প্লেয়ারের আসন্ন সিরিজ ‘মেড ইন ইন্ডিয়া – এ টাইটান স্টোরি’। ২৯ জুলাই, জেআরডি-র ১২১তম জন্মবার্ষিকীতে মুক্তি পেল তাঁর প্রথম ঝলক। এই সিরিজটি শুধু টাইটান ঘড়ির জন্মকথাই বলবে না, তুলে ধরবে এক বিশাল স্বপ্নকে, যা ভারতের শিল্পকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিল।
অ্যামাজন এমএক্স প্লেয়ার ও অলমাইটি মোশন পিকচার যৌথভাবে এই সিরিজটি তৈরি করেছে। রব্বি গ্রেওয়ালের পরিচালনায় এবং করণ ব্যাসের চিত্রনাট্যে,এটি সাংবাদিক বিনয় কামাথের জনপ্রিয় বই ‘টাইটান: ইনসাইড ইন্ডিয়াস মোস্ট সাকসেসফুল কনজিউমার ব্র্যান্ড’ থেকে অনুপ্রাণিত। এই গল্প কেবল একটি ব্র্যান্ডের সৃষ্টি নয়, এটি জাতি গঠনের এক গভীর উদ্দেশ্যকে তুলে ধরবে। সিরিজে জিম সরাভকে দেখা যাবে জারক্সেস দেশাইয়ের ভূমিকায়, যিনি টাইটান ওয়াচ কোম্পানির প্রতিষ্ঠাতা। এছাড়াও অভিনয় করছেন নমিতা দুবে, বৈভব তাতওয়াওয়াদি, কাবেরী শেঠ, লক্ষ্মীর সরন, এবং পরেশ গানাট্রা।
উল্লেখ্য, নাসিরুদ্দিন শাহকে সম্প্রতি ‘আইসি ৮১৪: দ্য কান্দাহার হাইজ্যাক’ ওয়েব সিরিজে দেখা গিয়েছে।এই আগে নাসিরুদ্দিন শাহকে একাধিক ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। জীবনী চরিত্রের মধ্যে উল্লেখযোগ্য হলো: শ্যাম বেনেগালের একটি অমুক্তিপ্রাপ্ত ছবিতে মহাত্মা গান্ধী, ১৯৮৮ সালের টিভি সিরিজে কিংবদন্তী উর্দু কবি মির্জা গালিব, এবং সম্প্রতি শ্যাম বেনেগালের ‘মুজিব: দ্য মেকিং অফ আ নেশন’ (২০২৩) ছবিতে বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিদুর রহমান। এছাড়াও, তিনি ‘দ্য লিগ অফ এক্সট্রাঅর্ডিনারি জেন্টলম্যান’ (২০০৪) ছবিতে ক্যাপ্টেন নিমোর মতো কাল্পনিক চরিত্রও সফলভাবে ফুটিয়ে তুলেছেন।