মঞ্চে উঠতে দেরি, ‘এটা ভারত নয়’, বিদেশে নেহাকে ‘গো ব্যাক’ স্লোগান! কান্নায় ভেঙে পড়লেন গায়িকা

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে গানের অনুষ্ঠান। গান গাইতে আসার কথা নেহা কক্করের। কিন্তু দেখতে দেখতে প্রায় ৩ ঘণ্টা! মঞ্চে উঠতে দেরি হল গায়িকার। দর্শকাসনে বসে থাকা ভক্তদের ততক্ষণে ধৈর্যের বাঁধ ভেঙেছে। তবে, মঞ্চে উঠে সকলের কাছে হাতজোড় করে ক্ষমা চেয়েও বিশেষ লাভ হল না। অবশেষে নেহা আসতেই ক্ষোভ উগড়ে দিলেন তাঁরা।

এখানেই শেষ নয়, পরিস্থিতি আরও জটিল হয় পরে। নেহা গাইতে উঠে প্রথমে ক্ষমা চেয়ে নিয়ে বলেন, “আপনারা অনেক ভাল। আমার জন্য এত ক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করছেন। আমার খুব খারাপ লাগছে, আমি জীবনে কখনও কাউকে এতটা অপেক্ষা করাইনি। আপনাদের অপেক্ষা করানোর জন্য আমি খুবই দুঃখিত। এই সন্ধেটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। আপনারা এতটা মূল্যবান সময় বের করে এখানে এসেছেন। আমি দায়িত্ব নিচ্ছি, শোয়ের শেষে সকলে আপনারা নাচবেন।”

কিন্তু কথাতেই কি চিঁড়ে ভিজল? নেহাকে কাঁদতে দেখেই শুরু হয় ‘গো ব্যাক’ স্লোগান। দর্শকাসন থেকে উঠে আসে একের পর এক মন্তব্য। একজন বলেন, “যান হোটেলে ফিরে যান। এটা ভারত নয়, অস্ট্রেলিয়া। মঞ্চে অপমানিত নেহা ভেঙে পড়েন কান্নায়। ইন্টারনেটে এই ভিডিয়ো ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি। কেউ কেউ লেখেন, ‘এটা ইন্ডিয়ান আইডল নয়।’ তার পরে ঘণ্টাখানেক গান গেয়েছিলেন গায়িকা। একরাশ দুঃখ নিয়েই মঞ্চ ছাড়েন তিনি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *