‘কোলে কৃষ্ণের আশীর্বাদ’, গৌরবের জন্মদিনে সুখবর, বৃন্দাবন থেকে জানালেন চিন্তামণি

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: শ্রীকৃষ্ণ-রাধার প্রেমের কেন্দ্রভূমি যেন এই বৃন্দাবন। আর সেখান থেকেই শুরু হল তাঁদের জীবনের নতুন অধ্যায়। কথা হচ্ছে অভিনেতা গৌরব মণ্ডল এবং তাঁর স্ত্রী তথা নৃত্যশিল্পী চিন্তামণি ডায়ানাকে নিয়ে। প্রথম সন্তান আসতে চলেছে তাঁদের কোলে।

 সোমবার, ২৪ মার্চ অভিনেতার জন্মদিন। আর বিশেষ দিনেই সুখবর প্রকাশ্যে আনলেন স্ত্রী চিন্তামণি। তাঁর কাছে, স্বামীর জন্মদিনে এর থেকে ভাল উপহার আর কী হতে পারে! একটি ভিডিয়োর মাধ্যমে সুখবর প্রকাশ্যে এনেছেন তারকা দম্পতি। ভিডিয়োয় দেখা গিয়েছে, কৃষ্ণ-রাধার লীলাপ্রাঙ্গনে একান্তে রয়েছেন গৌরব এবং চিন্তামণি। দু’জনেই সেজে উঠেছেন বৈষ্ণব সাজে। গৌরবের গায়ে সাদা উত্তরীয় এবং পরনে সাদা ধুতি। চিন্তামণিও নিজেকে তুলে ধরেছেন শ্বেতসজ্জায়। কপালে আঁকা তিলক।

একটি নাচের ভঙ্গিমায় চিন্তামণি তুলে ধরছেন তাঁর সন্তানধারণের কথা। ক্যাপশনে লেখা, ‘গৌরবের জন্মদিন। কৃষ্ণের থেকে এর চেয়ে ভাল উপহার আর কী হতে পারে? তিনি এই বৃন্দাবনে যেন আমাদের নতুন এক জীবন উপহার দিয়েছেন। আর লুকিয়ে রাখতে পারছি না এই খবর। এই আশীর্বাদ আমরা আনন্দের সঙ্গে গ্রহণ করলাম।’

ছোট পর্দার জনপ্রিয় মুখ গৌরব। বৃন্দাবনেই প্রথম সাক্ষাৎ হয়েছিল চিন্তামণির সঙ্গে। পেশায় ওড়িশি নৃত্যশিল্পী। বিদেশিনী হলেও এই দেশ, বৃন্দাবন, শ্রীকৃষ্ণকে যেন আপন করে নিয়েছেন তিনি। বৈষ্ণব ধর্মে দীক্ষা নিয়ে এই দেশেই পাকাপাকিভাবে থেকে যান চিন্তামণি। সদ্যই গৌরবের সঙ্গে আবদ্ধ হয়েছেন বিবাহবন্ধনে। আর এ বার কেবলই নতুন অতিথির আগমনের দিন গোনার পালা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *